নিজেরা নৌকার কার্যালয় ভাঙচুর করে বিএনপির নামে মামলা: লালমনিরহাট বিএনপি

নিজেরা নৌকার কার্যালয় ভাঙচুর করে বিএনপির নামে মামলা: লালমনিরহাট বিএনপি

লালমনিরহাট পৌরসভা নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নৌকার প্রার্থীর অনুসারীরা জড়িত বলে অভিযোগ করেছে জেলা বিএনপি। আজ বৃহস্পতিবার সকালে শহরের মিশন মোড় এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব। লিখিত বক্তব্যে বলা হয়, বিএনপি সব সময় আচরণ বিধিমালা মেনে চলছে, তবু পুলিশি বাধার সম্মুখীন হতে হচ্ছে। বিএনপির পূর্বনির্ধারিত অনেক পথসভার স্থানে একই সময়ে নৌকা প্রতীকের প্রার্থীর পথসভার আয়োজন করা হচ্ছে, এতে বিএনপির বেশ কিছু পথসভা স্থগিত করতে হয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের বাসায় পুলিশ মধ্যরাতে হানা দিয়ে ধানের শীষ প্রতীকের কাজ করলে মামলার ভয় দেখায়। এর একপর্যায়ে গত মঙ্গলবার রাতে নয়ারহাট এলাকার নৌকা প্রতীকের কার্যালয়ে তাদেরই লোকজন ভাঙচুর করে বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪২ নেতা–কর্মীর নামে গায়েবি মামলা করে।
লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, লালমনিরহাট সদর থানার পুলিশ এ মামলায় এজাহারভুক্ত জেলা বিএনপির কার্যকরী কমিটির সদস্য সাইদুল ইসলাম ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হোসেনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *