নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ নিহত ২

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ নিহত ২

নেত্রকোনায় প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। সোমবার (৩১ মার্চ) বিকেলে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের চল্লিশা ঝাউসী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য হলেন- জেলার বারহাট্রা উপজেলার ফকিরের বাজার তদন্ত কেন্দ্রের কনস্টেবল আজিজুল হাকিম। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুরে। এছাড়া নিহত অন্যজনের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে সঞ্জিত বর্মণ (৫৮) কে সনাক্ত করা গেছে। তার বাড়ি শাহাপাড়ার নাগ্রা।

নেত্রকোনা মডেল থানার এসআই মশিউল জানান, নেত্রকোনাগামী প্রাইভেটকারের সঙ্গে ময়মনসিংহগামী যাত্রীবোঝাই অটোরিকশার সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজন নিহত ও ছয়জন আহত হন। নিহতরা অটোরিকশার যাত্রী ছিলেন। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের নেত্রকোনা সদর হাসপাতালে পাঠায়। সেখানে সঞ্জিত বর্মণসহ তিনজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *