‘নেপালে ট্রফি জিতলে ভালো, না জিতলেও ক্ষতি নেই’

নেপালের ত্রিদেশীয় টুর্নামেন্ট জিতলে ভালো। না জিতলেও ক্ষতি নেই। ৬ দিনের এই টুর্নামেন্টে বাংলাদেশের মূল লক্ষ্য থাকবে নতুন ফুটবলারদের পরখ করে নেওয়া। এই মন্ত্রেই ১৮ মার্চ কাঠমান্ডু যাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন ( বাফুফে) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় দলের কোচ জেমি ডে বারবারই বললেন, টুর্নামেন্ট জয়ের চেয়ে তাঁর মূল মনোযোগ নবীনদের সুযোগ দেওয়া।

তবে জেমি ডে এ কথা বলতে ভোলেননি, ‌‌‌‘নেপালে ট্রফি জিতলে সেটি হবে দারুণ ব্যাপার। আমাদের জন্য বোনাস। ঢাকা ফিরে ট্রফিটা সামনে নিয়ে আমরা সংবাদ সম্মেলন করব। কিন্তু আমি ভাবছি অন্য কথা। আমরা যদি এই টুর্নামেন্টে নতুন ফুটবলারদের পরখ করতে পারি, তাহলে সেটি হবে জুনে বিশ্বকাপ বাছাইয়ের ৩ ম্যাচের জন্য দারুণ ব্যাপার।’

আফগানিস্তান, ভারত ও ওমানের সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের বাকি ৩টি ম্যাচ জুনে কাতারে। এই ম্যাচগুলো দেশের মাটিতে ছিল। কিন্তু কোভিডের কারণে ম্যাচগুলো চলে গেছে নির্দিষ্ট এক ভেন্যুতে। যেটিকে বাংলাদেশের জন্য হতাশার বলছেন জেমি, ‘আমরা ভারত, আফগানিস্তান, ওমানের সঙ্গে ঘরের মাঠে খেলার বড় সুযোগ হারিয়েছি। কিন্তু কিছু করার নেই। এখন আমাদের ভালো প্রস্তুতি নেওয়া চাই। সেই প্রস্তুতিরই একটা অংশ বলতে পারেন নেপালের টুর্নামেন্ট।’

তবে নেপালের মাটিতে খেলা সহজ নয় লাল-সবুজের জন্য। সর্বশেষ ২০১৯ সালের ডিসেম্বরে এসএ গেমসে ভরাডুবি হয়েছে অনূর্ধ্ব–২৩ দলের। ভূপৃষ্ঠ থেকে নেপালের উচ্চতা বাংলাদেশের জন্য সমস্যা তৈরি করতে পারে মনে করা হচ্ছে। ফুটবলাররাও বলছেন সফরটা সহজ হবে না। চোটের কারণে এই সফরে ডাক না পাওয়া অভিজ্ঞ মিডফিল্ডার মামুনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সফরটা কঠিনই হবে। কারণ, নেপালের উচ্চতা বরাবরই ফুটবলাদের জন্য একটা সমস্যা।’

দলের তরুণদের দিকে তাকিয়ে আছেন কোচ জেমি ডে

দলের তরুণদের দিকে তাকিয়ে আছেন কোচ জেমি ডে

বাংলাদেশ দলে ২৪ জন ফুটবলারকে ডাকা হয়েছিল। ২৫তম ফুটবলার হিসেবে যোগ করা হয়েছে বাংলাদেশ পুলিশের ফরোয়ার্ড মোহাম্মদ জুয়েলকে। এই ২৫ জনকে নিয়েই বাংলাদদেশ দল কাঠমান্ডু যাবে। বাংলাদেশের প্রথম ম্যাচ ২৩ মার্চ কিরগিজস্তান অনূর্ধ্ব–২৩ দলের সঙ্গে। ২৭ মার্চ দ্বিতীয় ও শেষ গ্রুপ ম্যাচ নেপালের বিপক্ষে। ফাইনাল ২৯ মার্চ।

কিরগিজস্তান অলিম্পিক দলের সঙ্গে প্রথম ম্যাচ হারলে ফাইনালে ওঠা কঠিন হয়ে যাবে। তবে কোচ জেমি ডে মনে করেন সুযোগ তখনো থাকবে। সেই সুযোগ নিতে সর্বোচ্চ চেষ্টাই করবে বাংলাদেশ। তবে কিরগিজস্তান অনূর্ধ্ব–২৩ দলকে বাংলাদেশের চেয়ে এগিয়ে রাখছেন কোচ। বলছেন, ‘ওরা অলিম্পিক টিম হলেও আমাদের চেয়ে এগিয়ে। তবে আমি বলব, আমাদের জিততে হবে।’

জেমি তাকিয়ে তরুণদের দিকেই, ‘আমি আসলে ফলাফলের ওপর চোখ রাখছি না। আমি ভাবছি বরং অন্য। আমরা কীভাবে বিশ্বকাপ বাছাইয়ের জন্য তৈরি হতে পারি, সেটাই ভাবছি।’ দলে ডাক পাওয়া ৫ নতুন ফুটবলারকে অনুশীলনে দেখে তাঁর ভালো লেগেছে জানিয়ে কোচের সংযাজন, ‘দারুণ লেগেছে নতুনদের দেখে। ওরা সবাই খুব আগ্রহী এবং ভালো কিছু করতে মুখিয়ে আছে।’

সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিসও সুর মেলান কোচের সঙ্গে। বাংলাদেশের জন্য এই সফর নতুনদের সুযোগ দেওয়া জানিয়ে ওয়াটকিসের কথা, ‘নেপালে আমরা যাব, ভালো কথা। কিন্তু সবাই ফলাফলকেই মূল বিষয় ভাববেন না দয়া করে। আমরা জিততে মরিয়া থাকব, সেটা ঠিক আছে। তবে সবার উচিত বৃহত্তর ছবিটা দেখা। জুনে বিশ্বকাপ বাছাইপর্ব আমাদের জন্য অনেক অনেক কঠিন। সেটা নিয়েই আমাদের অনেক বেশি ভাবতে হবে এবং সেভাবেই প্রস্তুতি নেওয়া চাই।’

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষ হয়েছে ৭ মার্চ। ফুটবলারদের ফিটনেস সমস্যা নেই। সবাই ফিট আছে উল্লেখ করে কোচ বলছেন, ‘আমাদের জন্য এটা ভালো খবর যে ফুটবলাররা খেলার মধ্যে থাকায় সবাই ফিট আছে। নিশ্চয়ই সেটা আমাদের ভালো খেলতে সাহায্য করবে। এটা ভালো দিক।’

২০১০ সালে ঢাকায় এসএ গেমসে সোনা জয়ের পর ফুটবলে বড় কোনো সাফল্য নেই। তাই নেপালের এই টুর্নামেন্ট জেতা উচিত মনে করছেন অনেকেই। জেমি ডে নিজে কী মনে করছেন? প্রশ্ন শুনে হেসে দেন কোচ। বলেন, ‘আমার মূল মনোযোগ টুর্নামেন্ট জেতার দিকে নয়। আমার মনোযোগ দল তৈরি করা। সেটাই আমরা করব। টুর্নামেন্টটা না জিতলে হতাশার কিছু নেই। ফুটবলাররা অভিজ্ঞতা পাবে, সেটাই বরং জুনে আমাদের বেশি কাজে আসবে।’

মেসি-গ্রিজম্যানে বার্সার জয়

স্প্যানিশ লা লিগায় জয়ের ধারা অব্যাহত রেখেছে বার্সেলোনা। অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে ২-১ গোলে জয়ে টেবিলের দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে কাতালানরা।

সোমবার (১ ফেব্রুয়ারি) ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে জয় পেলেও কঠিন পরীক্ষাই দিতে হয়েছে মেসিদের। ম্যাচের প্রথমার্ধে বেশ দাপুটে ফুটবলই খেলেছে বার্সা। ২০ মিনিটে লিওনেল মেসির গোলে লিডও নেয়। এছাড়া অনেকগুলো ভালো আক্রমণ নস্যাৎ করে দেন অ্যাথলেটিকো গোলরক্ষক উনায় সিমন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই অস্বস্তিতে পড়ে বার্সা। ৪৯ মিনিটে জর্ডি আলবার আত্মঘাতী গোলে সমতায় ফেরে অ্যাথলেটিকে। সমতায় ফেরার পর আরও চাঙ্গা হয়ে উঠে অতিথিরা। বার্সার রক্ষণভাগকে ব্যতিব্যস্ত রাখে একের পর এক আক্রমণে। তবে ৭৪ মিনিটে ওসমান ডেম্বেলের পাস থেকে গোল করে বার্সাকে এগিয়ে দেন অ্যান্তনিও গ্রিজম্যান। শেষ পর্যন্ত লিড ধরে রেখে পুরো পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে রোন্যাল্ড ক্যোমেনের শীষ্যরা।

এ জয়ে বার্সার পয়েন্ট দাঁড়াল ২০ ম্যাচে ৪০। টেবিলে অবস্থান দুই নম্বরে। এক ম্যাচ কম খেলা অ্যাথলেটিকে মাদ্রিদ ৫০ পয়েন্ট নিয়ে শিরোপার দৌড়ে স্পষ্ট ব্যবধানে এগিয়ে। ২০ ম্যাচে বার্সার সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তিন নম্বরে আছে রিয়াল মাদ্রিদ।

আজ টিভিতে যা দেখবেন

লা লিগায় আজ মাঠে নামছে বার্সেলোনা। ইংলিশ প্রিমিয়ার লিগে দেখবেন লিভারপুল, চেলসি আর লেস্টারের ম্যাচ। সিরি ‘আ’ তে দেখবেন নাপোলি আর রোমার খেলা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে মুখোমুখি হবে রহমতগঞ্জ এমএফএস ও উত্তর বারিধারা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি স্পোর্টস
রহমতগঞ্জ–উত্তর বারিধারা বেলা ৩–৩০ মিনিট
ইংলিশ প্রিমিয়ার লিগ টি স্পোর্টস, স্টার স্পোর্টস সিলেক্ট ১
চেলসি–বার্নলি সন্ধ্যা ৬টা
লেস্টার–লিডস রাত ৮টা
ওয়েস্ট হাম–লিভারপুল রাত ১০–৩০ মিনিট
ব্রাইটন–টটেনহাম রাত ১–১৫ মিনিট
সিরি ‘আ’ সনি টেন ২
স্পেৎসিয়া–উদিনেসে বিকেল ৫–৩০ মিনিট
আতালান্তা–লাৎসিও রাত ৮টা
নাপোলি–পার্মা রাত ১১টা
রোমা–হেল্লাস রাত ১–৪৫ মিনিট
লা লিগা ফেসবুক লাইভ
হেতাফে–আলাভেস সন্ধ্যা ৭টা
কাদিজ–আতলেতিকো রাত ৯–১৫ মিনিট
গ্রানাদা–সেলতা ভিগো রাত ১১–৩০ মিনিট
বার্সেলোনা–বিলবাও রাত ২টা
আবুধাবি টি–১০ লিগ সনি সিক্স, টি স্পোর্টস
পুনে–আবুধাবি সন্ধ্যা ৬টা
বাংলা–নর্দার্ন রাত ৮–১৫ মিনিট
ডেকান–কালান্দার্স রাত ১০–৩০ মিনিট
ইন্ডিয়ান সুপার লিগ স্টার স্পোর্টস ২
হায়দরাবাদ–চেন্নাইয়িন বিকেল ৫–৩০ মিনিট
মোহনবাগান–কেরালা রাত ৮টা

টি–টেনে জয়ী অধিনায়ক নাসির, নিলেন ৩ উইকেট

এ মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটে নাসির হোসেন যেন ভুলে যাওয়া এক নাম। একসময় জাতীয় দলের নিয়মিত এই তারকা নির্বাচকদের ভাবনায় নেই বেশ অনেক দিনই হয়েছে। ঘরোয়া ক্রিকেটেও তেমন একটা পারফরম্যান্স নেই তাঁর। অমিত সম্ভাবনার জায়গায় দাঁড়িয়েও নাসিরের পতনই দেখেছে বাংলাদেশের ক্রিকেট। তবে এই নাসিরই কাল আবার আলোচনায় আবুধাবি টি-টেন লিগে। এই প্রতিযোগিতার প্রথম দিন নাসিরের অধিনায়কত্বে ম্যাচ জিতেছে পুনে ডেভিলস। বল হাতে ৩ উইকেট নিয়ে সে জয়ে ভালো অবদানও রাখেন নাসির।

টস জিতে ডেকান গ্ল্যাডিয়েটরসকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন নাসির। ইনিংসের দ্বিতীয় ওভারেই বোলিং করতে এসে ২ উইকেট তুলে নেন তিনি। নিজের দ্বিতীয় বলেই বোল্ড করেন ওয়েস্ট ইন্ডিজ তারকা সুনীল নারাইনকে। এরপর শেষ বলে ফেরান আফগানিস্তানের সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান আহমেদ শাহজাদকে। এরপর সপ্তম ওভারে আবার বোলিংয়ে এসে ভারতের প্রশান্ত গুপ্তাকে ক্যারিবীয় ক্রিকেটার কেনার লুইসের ক্যাচ বানান তিনি। ২ ওভার বোলিং করে ১৮ রান দিয়ে তিনি নিয়েছেন ৩ উইকেট।

অধিনায়ক হিসেবে জিতলেন টি–টেন লিগের প্রথম ম্যাচই।

অধিনায়ক হিসেবে জিতলেন টি–টেন লিগের প্রথম ম্যাচই।

পুনের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন আজম খান। পাকিস্তানি এই ক্রিকেটার মাত্র ১৩ বলে ৪ ছক্কায় এ ইনিংসটি খেলে ডেকানকে লড়াইয়ের মতো সংগ্রহ এনে দেন। ২৫ রান করেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ক্যামেরন ডেলপোর্ট। নাসিরের ৩ উইকেট ছাড়াও ২ উইকেট নিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ওমানের ক্রিকেটার মুনিস আনসারি।

পুনে ডেকানের সংগ্রহ পেরিয়ে যায় ৯.২ ওভারে। নাসির অবশ্য ব্যাটিং করার সুযোগ পাননি। ক্যারিবীয় ক্রিকেটার লুইস ৫৭ রানের দারুণ এক ইনিংস খেলে দলের জয়ে রাখেন বড় অবদান। তিনি মাত্র ২৮ বলে ৩ বাউন্ডারি ও ৬ ছক্কায় খেলেন ইনিংসটি। আরেক ক্যারিবীয় ক্রিকেটার চ্যাডউইক ওয়ালটন করেন ১৮। ইংলিশ ক্রিকেটার টম-কোহলার ক্যাডমোর করেন ১২। কাল অন্য ম্যাচে মোসাদ্দেক হোসেনের নেতৃত্বে ৫ উইকেটে জিতেছে মারাঠা অ্যারাবিয়ানস। নর্দান ওয়ারিয়র্সের ১২৭ রান তাড়া করতে নেমে জয় তুলে নেয় দলটি। ৩ বলে ৯ রানে অপরাজিত ছিলেন মোসাদ্দেক। নর্দানে খেলছেন বাংলাদেশের সাবেক ওপেনার জুনায়েদ সিদ্দিক।

সাকিবের হয়ে কথা বলেছে মিরপুরের উইকেট

সূর্যের দেখা নেই সারা দিন। ফ্লাডলাইটের আলোয় খেলা শুরু হবে বেলা সাড়ে ১১টায়। পূর্বাভাসে আবার বৃষ্টিও ছিল। দিনটা বোলারদের হবে, এসব তারই ইঙ্গিত।

তামিম ইকবালেরও ভাগ্য ভালো। ওয়েস্ট ইন্ডিজকে এমন দিনেই টসে জিতে ব্যাটিং পাঠান তিনি। মোস্তাফিজুর রহমান শুরুতে সিম মুভমেন্ট পান। প্রথম স্পেলে শিকার করেন ২ উইকেট।

কথায় আছে না, যেখানে সিম ‘মুভ’ হয়, সেখানে স্পিনও হয়। সাকিব বোলিংয়ে এসে ঠিক তাই করেন। গতি কমিয়ে বল বাতাসে ভাসিয়েছেন। বাকিটা কাজটা করেছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট।

৭.২ ওভারে মাত্র ৮ রানে সাকিব নেন ৪ উইকেট—ওয়ানডেতে যা বাংলাদেশের হয়ে ইনিংসে সবচেয়ে কিপটে বোলিংয়ের রেকর্ড। ম্যাচ শেষে নিজের বোলিং নিয়ে তিনি বলছিলেন, ‘আমার নজর ছিল ঠিক জায়গায় বল করা। এরপর পিচ ও বলকে কাজ করতে দেওয়া, আর সেটাই হয়েছে।’

মোস্তাফিজ ও সাকিবের সঙ্গে অভিষিক্ত হাসান মাহমুদের বোলিংয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ফেরার ম্যাচে ক্যারিবীয়রা অলআউট ১২২ রানে।

সেই রান বাংলাদেশ তাড়া করেছে ৪ উইকেট হারিয়ে। বোলিংয়ের মতো ব্যাটিং অবশ্য ভালো হয়নি সাকিবের। অল্প রানের ম্যাচটা শেষ করে আসতে পারতেন তিনি।

যে বাঁহাতি বোলিং দিয়ে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের ঘুম হারাম করেন, সাকিব ব্যাটিংয়ে আবার সেই বাঁহাতি স্পিনেই আউট। ক্যারিবীয় দলের একমাত্র বিশেষজ্ঞ স্পিনার আকিল হোসেনের বলে কাট করতে গিয়ে বল টেনে আনেন স্টাম্পে।

ব্যাটিংটা ভালোই করেছেন বলে মনে করেন সাকিব

ব্যাটিংটা ভালোই করেছেন বলে মনে করেন সাকিব
ছবি: শামসুল হক

পরের ম্যাচে একই ভুল করতে চান না সাকিব, ‘আমার মনে হয় এটা গুরুত্বপূর্ণ ম্যাচ, আমি ভালো ব্যাট করেছি। হ্যাঁ, আমি আউট হয়েছি, খেলা শেষ করে আসা যেত। আমি সেটা পরের ম্যাচে চেষ্টা করব।’

ম্যাচ শেষ করতে না পারার আক্ষেপটা খুব একটা গায়ে মাখছেন না সাকিব। বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে। সাকিব নিজেই ফিরেছেন আইসিসির নিষেধাজ্ঞা থেকে। এমন দিনে সাকিবই হলেন ম্যাচসেরা।

পেশাদারি সাকিবের চোখ এখন সামনের ম্যাচে। প্রথম ওয়ানডের জয় ভুলে এখন তিনি তাকাতে চান সামনে, ‘সবাই ১০ মাস পর খেলছে। সবাই কিছুটা দুশ্চিন্তায় ছিল ম্যাচ শুরুর আগে। কিন্তু আমার মনে হয় এটা শেষ এখানেই। পরের ম্যাচে আরও ভালো খেলা হবে।’

অধিনায়ক তামিম ইকবালের জন্যও ম্যাচটা স্মরণীয় হয়ে থাকবে। আনুষ্ঠানিকভাবে ওয়ানডে অধিনায়কত্ব পাওয়ার পর এটিই ছিল অধিনায়ক তামিমের প্রথম ম্যাচ।

উইকেটের সহায়তায় দুর্দান্ত বল করেছেন সাকিব

উইকেটের সহায়তায় দুর্দান্ত বল করেছেন সাকিব
ছবি: শামসুল হক

প্রতিপক্ষ দুর্বল হলেও ম্যাচটির সঙ্গে জড়িয়ে ছিল আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে বাংলাদেশের অর্জনের ছিল ৩০ পয়েন্ট। প্রথম ম্যাচ জিতে ১০ পয়েন্ট পকেটে পুরেছে তামিমের বাংলাদেশ।

ম্যাচ শেষে দলের সে জন্য বোলারদের মূল কৃতিত্বটা দিলেন তামিম, ‘কোনো অভিযোগ নেই। আমরা খুবই ভালো বোলিং করেছি। শুধু স্পিনাররা না, পেসাররাও। তরুণ হাসানের অভিষেক ছিল দুর্দান্ত। উইকেট ব্যাটিংয়ের জন্য কঠিন ছিল। সারা দিন সূর্য ওঠেনি। এখানে শট খেলা কঠিন। সেদিক থেকে আমরা মাথা খাটিয়েই ব্যাটিং করেছি।’

ঢাকায় করোনা আক্রান্ত ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার

বাংলাদেশ সফররত ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দলের সদস্য হেইডেন ওয়ালশ করোনা আক্রান্ত; তাকে আইসোলেশনে রাখা হয়েছে।  বাংলাদেশে আসার পর করা প্রথম টেস্টে তার নেগেটিভ রেজাল্ট আসলেও দ্বিতীয় টেস্টে পজিটিভ এসেছে।  শুক্রবার বাংলাদেশ সময় মধ্যরাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। 

গেল বুধবার করা করোনা পরীক্ষায় এই লেগ স্পিনারের পজিটিভ রেজাল্ট আসে। যদিও তার কোনো উপসর্গ নেই। আপাতত তিনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের চিকিৎসক  প্রাইমানন্দ সিংয়ের তত্ত্বাবধানে আছেন।

বাংলাদেশে আসার পর থেকেই ওয়েস্ট ইন্ডিজ দলের প্রতিটি সদস্যই আলাদাভাবে আছেন।  ইংল্যান্ড হয়ে  বাংলাদেশে আসায় তাদের তিনদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখা হয়।  বিসিবির কোভিড প্রোটোকল অনুযায়ী তিন দিনের ব্যবধানে দুই বার করোনা নেগেটিভ ফল আসলেই কেবল মাঠে নামার অনুমতি দেয়া হবে। সে অনুযায়ী হেইডেন ওয়ালশ ছাড়া বাকি ক্রিকেটারদের করোনা নেগেটিভ আসায় বৃহস্পতিবার তারা প্রথমবারের মতো অনুশীলন করেন।

বাংলাদেশ সফরে আসার আগে এবং বাংলাদেশে পৌঁছানোর পর গেল ১১ দিনে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের প্রতি সদস্যের চারবার করোনা পরীক্ষা করা হয়েছে।  হেইডেন ওয়ালশ করোনা আক্রান্ত হওয়ায় আসন্ন ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না।

আগামী ২০ জানুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এ সিরিজ দিয়ে ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

কাঠগড়ায় দাঁড়াচ্ছেন বেনজেমা

এক ‘সেক্সটেপ’ কেলেঙ্কারিতে নাম জড়িয়ে ফ্রান্স ফুটবল অধ্যায় প্রায় শেষ করে ফেলেছেন করিম বেনজেমা। তদন্তে আলজেরিয়ান বংশোদ্ভূত এই স্ট্রাইকারের সম্পৃক্ততা পেয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদন তার বিরুদ্ধে এসেছে। স্বাভাবিকভাবেই কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে রিয়াল মাদ্রিদ তারকাকে।

karim benzema 2020 21 1করিম বেনজেমা

এই কেলেঙ্কারির কারণে পাঁচ বছরেরও বেশি সময় ধরে ফ্রান্স জাতীয় দল থেকে দূরে আছেন বেনজেমা। তার বিরুদ্ধে অভিযোগ, ‘সেক্সটেপ‘ ইস্যুতে সতীর্থ ফুটবলার ম্যাথু ভালবুয়েনাকে হুমকি দিয়েছেন। এরপর ফরাসি ফুটবলের প্রধানকর্তা নোয়েল লে গ্রাত বেনজেমার আন্তর্জাতিক ফুটবলে ফেরার আভাস দেন।

যদিও পরবর্তীতে সুর পাল্টান তিনি। বন্ধ হয়ে যায় বেনজেমার ফ্রান্স দলের দরজা। এরপর অন্য দেশের হয়ে খেলার আবেদন জানান তিনি। বেনজেমার কাছে অবশ্য ঐচ্ছিকতা অনেক আগেই এসেছিল। ২০০৬ সালে আলজেরিয়ার হয়ে আফ্রিকান নেশনস কাপ খেলার সুযোগ ছিল তার। যদিও বেনজেমা বেছে নেন ফ্রান্সকে।

benzema and zidaneকোচের সঙ্গে খুনসুটি

এখন সেই আলজেরিয়ার হয়েই খেলার স্বপ্ন দেখছেন তিনি। এ যাত্রায় তার সামনে সবচেয়ে বড় বাধা মামলার মারপ্যাচ। যেখানে অনেকটাই গেঁথে গেছেন তিনি। খুব শিগগিরই বেনজেমার ট্রায়াল শুরু হবে আদালতে। তার আইনজীবীর দাবি, রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার কাউকে কোনো ধরনের হুমকি দেননি এবং সেক্সটেপে তার সম্পৃক্ততা নেই।

বৃহস্পতিবার ফরাসি গণমাধ্যম এল’ইকুইপকে বেনজেমার আইনজীবী পল-আলবার্ট লেভিন্স বলেছেন, ‘তার বিচার করার সিদ্ধান্তটা অযৌক্তিক, অন্যায় এবং নিষ্ঠুরতা। এক্ষেত্রে বেনজেমার লজ্জা পাওয়ার কিছু নেই।’ জাতীয় দল থেকে নির্বাসনে যাওয়ার আগে ফ্রান্সের হয়ে ৮১ ম্যাচ খেলেছেন বেনজেমা।

ধোনিকে মানতে পারছেন না আকাশ

কয়েকদিন আগে গত এক দশকের সেরা টি-টোয়েন্টি দল ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। যেখানে অধিনায়ক করা হয় মহেন্দ্র সিং ধোনিকে। নেতৃত্ব তো অনেক দূরের কথা, এই দলে মাহি কীভাবে জায়গা পান সেটাই বুঝতে পারছেন না ভারতের সাবেক ক্রিকেটার ও বর্তমান জনপ্রিয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া।

আকাশের মতে, এই সময়কালে ধোনি তেমন ভালো কিছু করে দেখাতে পারেনি। তাছাড়া ভারতও কোনো শিরোপা ঘরে তোলেনি। তাই কয়েকমাস আগে অবসরে যাওয়া উইকেটকিপার ব্যাটসম্যান কীভাবে সেরা টি-টোয়েন্টি দলে থাকে সেটাই প্রশ্ন সাবেক ক্রিকেটারের। তিনি বলছেন, এই দলে ইংল্যান্ডের জস বাটলারের জায়গা পাওয়া উচিৎ ছিলো।

গণমাধ্যমকে আকাশ বলেন, ‘বিষয়টার সাথে আমি একমত হতে পারলাম না। কারণ টি-টোয়েন্টিতে গত এক দশকে ভারত কোনো শিরোপা জেতেনি। এছাড়া ধোনিও বলার মতো পারফর্ম করতে পারেননি। তবে এই দলে জস বাটলার থাকতে পারতো।

akash chopraআকাশ চোপড়া

আইসিসি ঘোষিত গত এক দশকের সেরা টি-টোয়েন্টি দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রোহিত শর্মা, ক্রিস গেইল, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, গ্ল্যান ম্যাক্সওয়েল, কাইরন পোলার্ড, রশিদ খান, জাসপ্রিত বুমরাহ এবং লাসিথ মালিঙ্গা।

বছরের শুরুতেই ম্যানইউ‘র বাজিমাত

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ছয় ম্যাচে অপরাজিত ম্যানচেস্টার ইউনাইটেড। ২০২১ সালের প্রথমদিনেও (১ জানুয়ারি) এর ব্যতিক্রম হলো না। ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে অ্যাস্টন ভিলাকে হারালো ২-১ গোলে। তাতেই টেবিলে উন্নতি দেখলো ওলে গুনার সুলশারের শিষ্যরা।

ম্যানইউ বনাম অ্যাস্টন ভিলা

এই জয়ে চলতি ইপিএলের ১৬ ম্যাচ থেকে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো ম্যানইউ। ১০ জয়ের পাশাপাশি ৩টি করে ড্র এবং পরাজয় আছে তাদের। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে লিভারপুল। ক্রিস্টাল প্যালেসকে হারানোর পর ওয়েস্টব্রুম এবং নিউক্যাসলের বিপক্ষে ড্র করে গতবারের লিগ চ্যাম্পিয়নরা।

হারলেও ছেড়ে কথা বলেনি ভিলা। বল দখল কিংবা আক্রমণ, পুরো খেলায় কোন অংশেই কম যায়নি তারা। অতনু মার্সিয়ালের গোলে স্বাগতিরা এগিয়ে যাওয়ার পর সমতা ফেরান বারট্রান্ড ট্রাউরে। এরপর স্পট কিক থেকে ব্রুনো ফার্নান্দেস গোল করলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইপিএলের ইতিহাসে অন্যতম সফল দলটি।

ম্যাচের দশম মিনিটে ভিলাকে বাঁচিয়ে দেন এমিলিয়ানো মার্টিনেস। ঠেকিয়ে দেন মার্সিয়ালের জোরালো গতির শট। ১৩ মিনিটে অতিথিদের গোল বঞ্চিত করেন ডেভিড ডি গিয়া। ফিরিয়ে দেন জন ম্যাকগিলের দুর্দান্ত ভলি।

manu epl 1পেনাল্টি নিচ্ছেন ফার্নান্দেস

অবশেষে ৪০ মিনিটে প্রথম এগিয়ে যায় ম্যানইউ। অ্যারন ওয়ান বিসাকার ক্রস থেকে মার্সিয়ালে মাথাস্পর্শী বল জালের দেখা পায়। পিছিয়ে পড়ে মরিয়া হয়ে ওঠে ভিলা। বিরতির আগে এবং পরে বেশ কয়েকবার স্বাগতিক শিবিরে হানা দেয় তারা। কিন্তু নিজেদের ভুল এবং প্রতিপক্ষ গোলরক্ষকের দৃঢ়তার সামনে ব্যর্থ হয় তারা।

বেশ কয়েকটি ভুলের পর ৫৮ মিনিটে সমতায় ফেরে ভিলা। জ্যাক গোয়ালিশের কাছ থেকে বল পেয়ে ঠিকানা খুঁজে নেন ট্রাউরে। তার ঠিক তিন মিনিট পর পেনাল্টি থেকে ম্যানইউ‘র হয়ে জয়সূচক গোলটি করেন ফার্নান্দেস। এর আগে নিজেদের ডি বক্সে পল পগবাকে ফাউল করেন ডগলাস লুইস।

খালি হাতে ফিরছেন বাবর

বড় আশা করে নিউজিল্যান্ড সফরে গিয়েছিলেন বাবর আজম। প্রথমবারের মতো তিন ফরম্যাটে পাকিস্তানের অধিনায়কত্ব করবেন। দলকে এনে দেবেন বড় সাফল্য। কিন্তু সে আশায় গুড়েবালি। ইনজুরি পিছু না ছাড়ায় কোনো ম্যাচ না খেলেই খালি হাতে তাসমান পাড় থেকে ফিরতে হচ্ছে এই ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যানকে।

টি-টোয়েন্টি সিরিজ শুরুর হওয়ার আগের ঘটনা। নেটে অনুশীলনের সময় ডান হাতের বুড়ো আঙুলে চোট পান বাবর। এজন্য ছোট ওভারের কোনো ম্যাচেই খেলতে পারেননি। সুস্থ না হওয়ায় প্রথম টেস্টের দলেও অনুপস্থিত থাকেন। আগামীকাল ক্রাইস্টচার্চে শুরু হবে দ্বিতীয় এবং শেষ টেস্ট। তার আগে জানা গেল, এই ম্যাচেও তাকে পাচ্ছেনা পাকিস্তান। তাই যথারীতি নেতৃত্বভার সামলাবেন পিসিবি কর্তৃক নির্বাচিত ২০২০ সালের লাল বলের সেরা ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান।

পূর্ণাঙ্গ সুস্থ না হওয়ায় বাবরকে নিয়ে ঝুঁকি নিতে চাইছেনা পাকিস্তান। এমনটাই জানালেন পিসিবির চিকিৎসক সোহেল সেলিম, ‘বাবর আজমের ইনজুরি বর্তমানে উন্নতির পথেই আছে। তবে সে এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। ও আমাদের দলের অধিনায়ক এবং সেরা ব্যাটসম্যান। তাই কোনো রকম ঝুঁকি নিতে চাচ্ছি না। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন হোম সিরিজে তাকে পেতে আশাবাদী আমরা।’

pakistan logo 1পিসিবি লোগো

বাবরের অনুপস্থিতিতে পাকিস্তানের অবস্থাও ভালো না। টানা দুই টি-টোয়েন্টি হারার পর শেষ ম্যাচ জিতে কোনোমতে হোয়াইটওয়াশের লজ্জা এড়ায় তারা। মাউন্ট ম্যাঙ্গানুই টেস্টে লড়াই করলেও শেষ পর্যন্ত সঙ্গী হয় ১০১ রানের পরাজয়। এবার তাই ক্রাইস্টচার্চে চোখ থাকবে রিজওয়ান, ফাওয়াদ আলমদের।