মওদুদের লাশ দেশে আসছে আজ দাফন কাল

মওদুদের লাশ দেশে আসছে আজ দাফন কাল

সাবেক প্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের লাশ সিঙ্গাপুর থেকে আজ দেশে আসছে।

বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে এসে পৌঁছাবে। হাইকোর্ট প্রাঙ্গণ ও নয়াপল্টনে শুক্রবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জানাজা হবে।

পরে মওদুদ আহমদের কফিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে বাদ আসর আরেক দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশে তার লাশ দাফন করা হবে।

এদিকে তার মৃত্যুতে আজ সারা দেশে শোক পালন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। মওদুদ আহমদের একান্ত সহকারী মোমিনুর রহমান সুজন বলেন, বৃহস্পতিবার (আজ) সন্ধ্যায় স্যারের (মওদুদ আহমদ) লাশ দেশে পৌঁছাবে। বিমানবন্দর থেকে লাশ নিয়ে যাওয়া হবে গুলশানের ইউনাইটেড হাসপাতালের হিমঘরে। শুক্রবার সকালে ঢাকার হাইকোর্ট প্রাঙ্গণে ও বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুদফা জানাজা হবে।

সুজন বলেন, স্পিকারের অনুমতি সাপেক্ষে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আরেক দফা জানাজা হতে পারে সাবেক এ সংসদ সদস্যের। নয়াপল্টনে জানাজা শেষে অ্যাম্বুলেন্সে মওদুদ আহমদের কফিন নিয়ে যাওয়া হবে নোয়াখালীর কোম্পানীগঞ্জে তার গ্রামের বাড়িতে। সেখানে বাদ আসর কোম্পানীগঞ্জ সরকারি কলেজ মাঠে জানাজা হবে। এরপর নিজের বাড়ির আঙিনায় আরেক দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশে মওদুদ আহমদের লাশ দাফন করা হবে।

নোয়াখালী প্রতিনিধি জানান, মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে বুধবার সকাল থেকে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর থেকে বিএনপি নেতাকর্মীরা কোম্পানীগঞ্জের ব্যারিস্টার মওদুদ আহমদের বাড়িতে ছুটে আসেন। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু বলেন, শুক্রবার বিকালে মওদুদ আহমেদের বাসভবন হোয়াইট হাউজের সামনে জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য কফিন রাখা হবে। এদিকে মওদুদ আহমেদের লাশ নোয়াখালী নিয়ে এলে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি না ঘটে সে ব্যাপারে পুলিশ সার্বক্ষণিক সতর্ক প্রস্তুত থাকবেন বলে পুলিশ সুপার আলমগীর হোসেন জানিয়েছেন।

সারা দেশে বিএনপির শোক আজ : ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে একদিনের শোক ঘোষণা করেছে বিএনপি। ঢাকাসহ সারা দেশে আজ শোক দিবস পালন করবে দলটি। বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে এ শোক কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এ উপলক্ষ্যে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে ও কালো পতাকা উত্তোলন করা হবে।

বাংলাদেশ সময় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ইন্তেকাল করেন ব্যারিস্টার মওদুদ আহমদ।

এদিকে মওদুদ আহমদের মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেনন, লেবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম এবং এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি বদরুদ্দোজা সুজা, মহাসচিব কাজী আবুল খায়ের, নির্বাহী সভাপতি আবদুল আজিজ হাওলাদার, এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী, সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন ফারুক রহমান, বাংলাদেশ ছাত্রমিশন কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মো. মিলন, সিনিয়র সহ-সভাপতি নাসরুল্লাহ তালুকদার, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *