জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের মিছিলে হামলা চালিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ হামলার ঘটনা ঘটে।
জবি ছাত্রদল সভাপতি রফিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে থেকে ছাত্রদল খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিছিল নিয়ে বের হয়।এ সময় শান্ত চত্বরের সামনে আসলে পেছন থেকে শাখা ছাত্রলীগের কর্মীরা ধাওয়া করে। হামলায় কয়েকজন আহত হয়েছে। তাদেরকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার সুষ্ঠু বিচার দাবি করে তিনি বলেন, আজ থেকে ক্যাম্পাসে নিয়মিত অবস্থান করবে ছাত্রদল।
জবি প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, সকালে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে একজনকে আহত অবস্থায় প্রক্টর অফিসে আনা হয়। আমরা তাকে চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।