বন্যা মোকাবিলায় সরকারি উদ্যোগ অপ্রতুল: সিপিবি

বন্যা মোকাবিলায় সরকারি উদ্যোগ অপ্রতুল: সিপিবি

দেশের বিভিন্নস্থানে বন্যার প্রাদুর্ভাবে উদ্বেগ প্রকাশের পাশাপাশি বন্যার্ত মানুষকে বাঁচানোর দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। নেতারা বলেছেন, করোনা মহামারির কারণে বন্যা মোকাবিলায় বেসরকারি ও সামাজিক নানা উদ্যোগের ঘাটতি দেখা যাচ্ছে। তাই বন্যার্ত মানুষ সরকারি উদ্যোগের দিকে তাকিয়ে রয়েছেন। কিন্তু সরকারি উদ্যোগ প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

শনিবার সিপিবি’র ‘কভিড-১৯ রেসপন্স টিমে’র ভার্চুয়াল সভায় নেতারা আরও বলেছেন, এবার করোনা মহামারির মধ্যে বন্যা দেখা দেওয়া মানুষের দুর্ভোগ অনেক বেড়ে গেছে। বন্যা মোকাবিলায় সরকারের আগাম প্রস্তুতি না থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেড়ে গেছে। এই বন্যার্ত মানুষ বাঁচাতে ত্রাণ, আশ্রয় ও পুনর্বাসনের জন্য পর্যাপ্ত সরকারি উদ্যোগ প্রয়োজন। বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান নেতারা।

সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, সহ-সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, কেন্দ্রীয় নেতা লক্ষ্মী চক্রবর্তী, রফিকুজ্জামান লায়েক, মিহির ঘোষ, আবদুল্লাহ কাফী রতন, অনিরুদ্ধ দাশ অঞ্জন, আহসান হাবিব লাবলু, মাহবুবুল আলম, ডা. ফজলুর রহমান।

বাম জোটের মানবপ্রাচীর কর্মসূচি সফল করার আহ্বান: সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সোমবার সকাল ১১টায় ‘বঙ্গভবন থেকে গণভবন মানবপ্রাচীর’ কর্মসূচি এবং সব জেলা সদরে মানববন্ধন কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, পাট ও পাটশিল্প রক্ষায় দেশপ্রেমিক জনতাকে যার যার অবস্থান থেকে রাজপথে নেমে আসতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *