বাস পোড়ানো সরকারি এজেন্টদের নাশকতা: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজধানীতে বাস পোড়ানোর ঘটনা সরকারি এজেন্টদের নাশকতা। সরকারের একটা অংশ আছে যারা বিভিন্নভাবে অন্তর্ঘাতমূলক কাজ করে। যারা সরকারের এজেন্টস স্যাবোটাস নামে পরিচিত। বিএনপির চলমান আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্যই তারা এ কাজ করেছে। এর আগেও এভাবে বিএনপিকে অভিযুক্ত করা হয়েছে বিভিন্ন সময়ে। কিন্তু বিএনপি এ রাজনীতি করে না। এই ধরনের ঘটনার তীব্রভাষায় নিন্দা করছি। এই দুষ্কৃতিকারীরা যারাই হোক শাস্তি হওয়া দরকার।

শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এসব বলেন।

বিএনপিকে অভিযুক্ত করে মামলা দায়েরের ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, এটা ন্যাক্কারজনক ঘটনা। এর নিন্দা করছি। আমরা যারা রাজনীতি করি তারা সবসময় শান্তিপূর্ণ গণতান্ত্রিক চিন্তাভাবনা ও গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ করি। এগুলো কখন হয়- যখন দেশে কোনো গণতান্ত্রিক স্পেস থাকে না। আপনি একটা মিছিল করতে পারবেন না, কোথাও গিয়ে সভা করতে পারবেন না- এসব অনেকদিন ধরে হয়ে আসছে। যার ফলে অনেক সময় এই ধরনের যারা দুষ্কৃতিকারী তারা এই সুযোগগুলো নিয়ে এসব ঘটায়।’

তিনি বলেন, ‘দলের চেয়ারপারসন খালেদা জিয়া দুই বছর জেলে ছিলেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে। এরকম একটা কঠিন সময়ে দলের ঐক্য অটুট আছে। এখনো দলের মধ্যে কোনো ভাগ হয়নি। আমাদের দল চলে যৌথ নেতৃত্বের মাধ্যমে। প্রতি শনিবার দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হয়। এই বৈঠকে আমরা সিদ্ধান্ত নিই। এই কঠিন সময়ে বিএনপি যে ভূমিকা পালন করছে তা যথেষ্ট সঠিক।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপির এখন একমাত্র লক্ষ্য দলনিরপেক্ষ সরকার। এটাই তাদের একমাত্র রাজনৈতিক এজেন্ডা। দেশে প্রকৃত জনগণের সরকার গঠন করার জন্যে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশন তৈরি করে একটা সুষ্ঠু নির্বাচন আমাদের প্রধান লক্ষ্য। এটা না হলে কোনো সমস্যারই সমাধান হবে না। স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, মানবাধিকার কোনটার সমাধান হবে না।’

খালেদা জিয়া রাজনীতিতে সক্রিয় আছেন দাবি করে তিনি বলেন, ‘খালেদা জিয়া মানসিকভাবে সক্রিয় আছেন। তিনি সবসময়ে আমাদের হৃদয়ে আছেন। তিনি রাজনীতিতে সবচেয়ে বড় প্রভাব নিয়ে আছেন। খালেদা জিয়া কখনো চলে যাননি এবং যাবেন না। দেশের মানুষের অত্যন্ত গভীরে তার অস্তিত্ব রয়েছে। তার সুস্থতার জন্য এখনো গ্রামের অনেকে রোজা রাখেন। তাই তিনি রাজনীতিতে আছেন এবং থাকবেন, অবশ্যই সক্রিয় হবেন। গুলশানে নিজের বাসায় খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল আছে। তিনি সুস্থ হয়ে উঠবেন। তার চিকিৎসার সব ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, বিএনপি গণতন্ত্রের জন্য অন্তরায়। আসলে প্রধান অন্তরায় তো তারা। ১৯৭৫ সালে গণতন্ত্রকে কবর দিয়েছিলেন তারা। ১৯৭২ সালে তারা যে সংবিধান তৈরি করেছিলেন সেই সংবিধান তারা পরিবর্তন করে মানুষের সমস্ত অধিকার তারা কেড়ে নিয়েছেন। এটাই বাস্তবতা। এই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে, ডিজিটাল সিকিউরিটি এ্যাক্টসহ একেকটা আইন তৈরি করেছে- সেগুলোর একটাও গণতন্ত্রের পক্ষের আইন না।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘নির্বাচন এখন প্রহসনে পরিণত হয়েছে। ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার বললেন- এই কমিশন এতো ভালো যে, তাদের কাছ থেকে আমেরিকার শিক্ষা গ্রহণ করা উচিত। এরকম হাস্যকর কথা একজন সিইসির কাছ থেকে আসতে পারে এটা কল্পনাও করতে পারি না। এর থেকে বোঝা যায়, আমাদের গণতন্ত্রের অবস্থা কোথায়, নির্বাচনের ব্যবস্থা কোথায়, রাষ্ট্র কিভাবে চলছে।’

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বিএনপি মহাসচিবকে রিপোর্টার্স ইউনিটির ক্রেস্ট উপহার দেন সভাপতি ও সাধারণ সম্পাদক।

স্বাস্থ‌্যবি‌ধি মে‌নে এইচএস‌সি প‌রীক্ষা চান জিএম কা‌দের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, ‘মেধাবীদের স্বার্থে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) প‌রীক্ষা বা‌তি‌লের সিদ্ধান্ত পুন‌র্বিবেচনা ক‌রা উ‌চিত। যেখানে সব কিছুই খুলে দেওয়া হয়েছে, সেখানে মেধাবী শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ এইচএসসি প‌রীক্ষা স্বাস্থ্যবিধি মেনে নেওয়া যেতে পারে। জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফল বিবেচনায় সবার জন্য এইচএসসি পরিক্ষার ফলাফল নির্ধাণ করা হতে পারে, কিন্তু যারা প‌রীক্ষায় অংশ নিতে চায় তাদের জন্য এইচএসসি প‌রীক্ষার ব্যবস্থা করতে পারে সরকার।’

শ‌নিবার জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয় মিলনায়তনে কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সভায় জিএম কা‌দের বলেন, ‘দেশ থেকে ধর্ষণ বিদায় করতে বিদ্যমান আইন সংশোধন করে মৃত্যুদণ্ডের বিধান নিশ্চিত করতে হবে। ধর্ষণের বিচার করতে বিশেষ ট্রাইবুন্যাল গঠন করে স্বল্প সময়ের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে। দ্রুততার সাথে বিচারের রায় কার্যকর করলেই দেশ থেকে ধর্ষণের মতো সামাজিক ব্যধি দূর করা সম্ভব হবে। এতে সাধারণ মানুষের মাঝে আস্থা ফিরে আসে এবং অপরাধীরা অপরাধ করতে সাহস পাবে না।’

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং খুলনা বিভাগীয় জাতীয় পার্টি অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, যখন বিশ্বব্যাপী করোনা মহামারি চলছে, তখন বাংলাদেশে যোগ হয়েছে ধর্ষণের মহামারি। প্রকাশ্য দিবালোকে নারী তার সম্মান হারাচ্ছে এটা সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়, দেশের মানুষ শান্তি, স্বস্তি ও নিরাপত্তা চায়। শুধু উন্নয়ন দিয়ে মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা যায় না। তিনি বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর শাসনামলে দেশে খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও সন্ত্রাস ছিলো না।

এ সময় আরো বক্তৃতা করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু এমপি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, ব্যরিষ্টার শামীম হায়দার পাটোয়ারী, রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

এদিকে ঢাকা-১৮ আসনে উপ-নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন হাজী মো. নাসির উদ্দিন সরকার। শ‌নিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান  দলীয় মনোনয়ণ প্রত্যাশিদের সাক্ষাতকার গ্রহণ করে হাজী মো. নাসির উদ্দিনকে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা করেন।

এর আগে বনানী কার্যালয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু, এডভোকেট সালামা ইসলাম এমপি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া।

গঠনের দু’দিনেই পরিবর্তন জাপার ফেনী কমিটিতে

গঠনের দু’দিনের মধ্যে পরিবর্তন এসেছে জাতীয় পার্টির (জাপা) ফেনী জেলার আহ্বায়ক কমিটিতে। গত শনিবার গঠিত কমিটির আহ্বায়ক পদ একদিন পর ছেড়ে দেন সংরক্ষিত আসনের এমপি নাজমা আকতার। পরদিন সোমবার আহ্বায়ক পদ পেয়েছেন মোতাহের হোসেন চৌধুরী রাশেদ।

মঙ্গলবার জাপার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাপা চেয়ারম্যান জিএম কাদের ফেনী জেলার আহ্বায়ক কমিটিতে রদবদল করেছেন। এর আগে অনুমোদিত কমিটির আহ্বায়ক নাজমা আকতারের পরিবর্তে কমিটির সদস্য মোতাহের হোসেনকে আহ্বায়কে দায়িত্ব দিয়েছেন। বাকি সদস্যরা বহাল রয়েছেন। ৫১ সদস্যের এ কমিটির উপদেষ্টা পদে বহাল আছেন জাপার প্রেসিডিয়াম সদস্য ও ফেনী-৩ আসনের এমপি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।

কমিটির নতুন আহ্বায়ক ‘১/১১’-এর অন্যতম কুশীলব হিসেবে পরিচিত মাসুদ উদ্দিন চৌধুরীর অনুসারী। একাদশ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে না পেয়ে জাপায় যোগ দেন মাসুদ উদ্দিন চৌধুরী। তিনি ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন সেনাসমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত টাস্কফোর্সের প্রধান ছিলেন।

গঠনের দু’দিনের মাথায় কমিটিতে রদবদলের বিষয়ে মাসুদ চৌধুরীর বক্তব্য জানা যায়নি। নাজমা আকতার সমকালকে জানিয়েছেন, তিনি নিজেই পদত্যাগ করেছেন। পদত্যাগের কারণ হিসেবে বলেছেন, তার সঙ্গে আলোচনা না করে কমিটি করা হয়েছে। যাদের কমিটিতে রাখা হয়েছে, তাদের অনেককে রাখা উচিত হয়নি। যাদের ওপরের দিকে রাখা দরকার ছিল তাদের নিচে পাঠানো হয়েছে। মাসুদ চৌধুরীর সঙ্গে বিরোধের বিষয়টি স্বীকার করেননি নাজমা আকতার। তিনি বলেছেন, মাসুদ চৌধুরীর সঙ্গে সম্পর্ক খারাপ করতে চান না। কারও সঙ্গে সম্পর্ক খারাপ করে সম্মান নষ্ট করার চেয়ে পদত্যাগ করাকে ঠিক মনে করেছেন।

আওয়ামী লীগের চারদিকে অন্ধকার ঘনিয়ে আসছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সবক্ষেত্রে ব্যর্থতা আর সর্বগ্রাসী দুর্নীতি-লুটপাটে বেসামাল সরকার দেশ-বিদেশে বিতর্কিত হয়ে পড়ায় অস্থির হয়ে পড়েছে। তাদের চারদিকে অন্ধকার ঘনিয়ে আসছে।’

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ভিডিও কনফারেন্সে তিনি আরও বলেন, ‘সরকারের দিন-রাত সারাক্ষণ আতঙ্কে কাটে। চারদিকে অপকর্মের স্তুপ এতো বিকট আকার ধারণ করেছে যে, বিএনপিকে গালমন্দ করা ছাড়া এই মুহুর্তে তাদের স্টকে আর কিছু নেই। তাই মন্ত্রী- এমপিরা প্রলাপ বকেন আর বিএনপিকে নিয়ে সমালোচনা করেন।’

রিজভী বলেন, ‘সারা বিশ্বে এখন আলোচিত দুর্নীতিবাজ সরকার হলো ভোট ডাকাতির মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখলকারী আওয়ামী লীগ। যত অপকর্ম করছে আওয়ামী লীগ, আর জনরোষের ভয় দেখাচ্ছেন বিএনপিকে। কি হাস্যকর কথা! যদি সৎ সাহস থাকে তবে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। তখন দেখা যাবে কারা জনরোষে পড়ে।’

অর্থ পাচার ঘটনার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ‘জনগণের কাছে এখন স্পষ্ট এই সরকারের উদ্দেশ্য জনস্বার্থ নয়, এই উদ্দেশ্য জনগণের অর্থ সম্পদ লুটপাট ও টাকা পাঁচার। এদের আমলে দেশের ব্যাংকগুলো প্রায় দেউলিয়া অথচ বিদেশের ব্যাংকে জমছে বাংলাদেশ থেকে পাঁচার করা টাকা। সুইস ব্যাংকে সাম্প্রতিক রিপোর্টে ২০১৯ সালে শুধুমাত্র সুইসজারল্যান্ডের কয়েকটি ব্যাংকে বাংলাদেশিদের গচ্ছিত টাকার পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ৪২৭ কোটি টাকা। এই সরকারের গত এক দশকে দেশ থেকে ৯ লাখ কোটি টাকা পাঁচার হয়েছে। রাষ্ট্রের আনুকুলেই এই অর্থ লোপাট ও পাচারের কাজগুলো হয়েছে। এসব টাকা থাকলে সরকারকে এখন দেশের রিজার্ভের টাকার দিকে নজর দিতে হতো না।’

বিএনপি এখন মানসিকভাবে বিপন্ন, তারা নিজেরাই জনরোষের ভয়ে আতঙ্কে আছে- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘তার এই কথায় প্রতীয়মান হয় যে, সর্বক্ষেত্রে ব্যর্থতা আর সর্বগ্রাসী দুর্নীতি-লুটপাটে বেসামাল মিডনাইট সরকার দেশে-বিদেশে বিতর্কিত হয়ে পড়ায় অস্থির হয়ে পড়েছে। নিজেদের আয়না এখন কেবল জনগনের দল বিএনপিকে কল্পনা করছেন।’

বন্যা মোকাবিলায় সরকারি উদ্যোগ অপ্রতুল: সিপিবি

দেশের বিভিন্নস্থানে বন্যার প্রাদুর্ভাবে উদ্বেগ প্রকাশের পাশাপাশি বন্যার্ত মানুষকে বাঁচানোর দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। নেতারা বলেছেন, করোনা মহামারির কারণে বন্যা মোকাবিলায় বেসরকারি ও সামাজিক নানা উদ্যোগের ঘাটতি দেখা যাচ্ছে। তাই বন্যার্ত মানুষ সরকারি উদ্যোগের দিকে তাকিয়ে রয়েছেন। কিন্তু সরকারি উদ্যোগ প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

শনিবার সিপিবি’র ‘কভিড-১৯ রেসপন্স টিমে’র ভার্চুয়াল সভায় নেতারা আরও বলেছেন, এবার করোনা মহামারির মধ্যে বন্যা দেখা দেওয়া মানুষের দুর্ভোগ অনেক বেড়ে গেছে। বন্যা মোকাবিলায় সরকারের আগাম প্রস্তুতি না থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেড়ে গেছে। এই বন্যার্ত মানুষ বাঁচাতে ত্রাণ, আশ্রয় ও পুনর্বাসনের জন্য পর্যাপ্ত সরকারি উদ্যোগ প্রয়োজন। বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান নেতারা।

সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, সহ-সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, কেন্দ্রীয় নেতা লক্ষ্মী চক্রবর্তী, রফিকুজ্জামান লায়েক, মিহির ঘোষ, আবদুল্লাহ কাফী রতন, অনিরুদ্ধ দাশ অঞ্জন, আহসান হাবিব লাবলু, মাহবুবুল আলম, ডা. ফজলুর রহমান।

বাম জোটের মানবপ্রাচীর কর্মসূচি সফল করার আহ্বান: সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সোমবার সকাল ১১টায় ‘বঙ্গভবন থেকে গণভবন মানবপ্রাচীর’ কর্মসূচি এবং সব জেলা সদরে মানববন্ধন কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, পাট ও পাটশিল্প রক্ষায় দেশপ্রেমিক জনতাকে যার যার অবস্থান থেকে রাজপথে নেমে আসতে হবে।

নাসিমের মৃত্যুতে বিএনপির শোক

প্রবীণ রাজনীতিক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএনপি। শনিবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে শোক প্রকাশ করেন।

তিনি বলেন, মোহাম্মদ নাসিমের মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি, দুঃখ প্রকাশ করছি। তিনি একজন প্রবীন জননেতা, ১৪ দলের সমন্বয়ক। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানান মির্জা ফখরুল।

অপর এক শোক বার্তায় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু দেশের বর্ষীয়ান রাজনীতিবিদ মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শোক প্রকাশ করেন।

রাজনীতি জামায়াতের সাবেক নেতাদের দলের আত্মপ্রকাশ ২ মে জামায়াতের সাবেক নেতাদের দলের আত্মপ্রকাশ ২ মে

জামায়াতে ইসলামী ছেড়ে আসা  ও দলটি থেকে বহিষ্কৃত নেতারা নতুন রাজনৈতিক দল গঠন করছেন। করোনা পরিস্থিতির মধ্যেই আগামী ২ মে তা আত্মপ্রকাশ করবে। ওই দিন দলের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। গঠন করা হবে কেন্দ্রীয় কমিটি। নতুন গঠন প্রক্রিয়ার সমন্বয়ক মজিবুর রহমান মনজু সোমবার অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

একাত্তরে ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে সাড়া না পেয়ে গত বছরের ফেব্রুয়ারিতে জামায়াত ছাড়েন ব্যারিস্টার আবদুর রাজ্জাক। পরদিন বহিষ্কার হন সংস্কারের দাবিতে সরব হওয়া ছাত্রশিবিরের সাবেক সভাপতি মজিবুর রহমান মনজু। একই দাবি জানিয়ে দল ছাড়েন জামায়াতের মজলিশে শূরা সদস্য এবং রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান এ এফ এম সোলায়মান চৌধুরীসহ আরো কয়েক নেতা।

জামায়াত থেকে বহিষ্কার ও দলত্যাগী নেতারা নতুন দল গঠনের অংশ হিসেবে গত বছরের ২৭ এপ্রিল ‘জনআকাক্ষার বাংলাদেশ’ প্ল্যাটফর্ম গঠন করেন। এ ব্যানারে বছর ধরে দেশের সব জেলায় মতবিনিময় সভা করা হয়েছে।

সোমবার সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে অনলাইন ভিডিও ব্রিফিংয়ে মজিবুর রহমান বলেছেন,  দেশে-বিদেশে হাজারো নাগরিকদের সাথে মতবিনিময় করেছেন তারা। তাদের সবার দেশ নিয়ে আশা, হতাশা আর স্বপ্নের কথা শুনেছেন। সবার মতকে ধারণ করে ২ মে নতুন রাজনৈতিক দল গঠন করবেন তারা।

করোনা সঙ্কটের মধ্যে দল গঠনের কারণ সম্পর্কে তিনি বলেছেন, ভবিষ্যতে পরিস্থিতির আরো অবনতি হতে পারে। তাই আগেভাগেই দল গঠন করা হচ্ছে।

এ এফ এম সোলাইমান চৌধূরী বলেছেন, করোনা সংকট নতুন করে বুঝিয়ে দিয়েছে রাষ্ট্র পরিচালনায় এই সরকার কতটা ব্যর্থ। দেশ গড়তে তারা নতুন দল গঠন করবেন।

অনলাইন বিফ্রিংয়ে যোগ দেন জনআকাঙ্খার কেন্দ্রীয় সংগঠক অধ্যাপক ডাঃ মেজর (অব.) আঃ ওহাব মিনার, এ্যাডভোকেট তাজুল ইসলাম, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার যুবায়ের আহমেদ ভূঁইয়া প্রমুখ।

খালেদা জিয়াকে মুক্ত করার চেষ্টা করছি: ফখরুল

জনগণকে সংগঠিত করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করার চেষ্টা করছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান দেখে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া তিনি এতো অসুস্থ যে, তার অসুস্থতার পরেও তাকে জামিন দেওয়া হচ্ছে না। এটা অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে দেওয়া হচ্ছে না। আমরা চেষ্টা করছি জনগণকে সংগঠিত করে দেশনেত্রীকে ফিরিয়ে আনার জন্য, তাকে মুক্ত করার।

আপনারা আগে বলেছিলেন, ‘পুলিশের অনুমতি ছাড়াই সমাবেশ করবেন’- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব তা আমরা চেষ্টা করছি।

মির্জা ফখরুল বলেন, জনগণকে দমিয়ে সরকার রাষ্ট্র পরিচালনা করছে। জনগণের ম্যান্ডেটবিহীন সরকার জনগণের সব অধিকার কেড়ে নিয়েছে। তারই ধারাবাহিকতায় তারা সমাবেশ করতে দিচ্ছে না। এর ধারাবাহিতকতায় র‌্যালি করতে অনুমতি দেয় না।

তিনি বলেন, এটা এখন একটি গতানুগতিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মানুষের আকাঙ্খাকে দমিয়ে রেখে এরা রাষ্ট্র পরিচালনা করতে চায়, রাষ্ট্র পরিচালনা করছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন উচ্চ আদালতে খারিজের প্রতিবাদে কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় দলটি। তবে পুলিশের অনুমতি না পাওয়ায় রোববার ঢাকা মহানগরের প্রত্যেক থানায় এ বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

সমাবেশের কর্মসূচিকে সামনে রেখে সকাল থেকে কার্যালয়ের সামনে ব্যাপক সংখ্যক পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। অফিসের প্রধান ফটকের সামনের ফুটপাত দিয়ে সাধারণ মানুষের চলাচলও পুলিশ বন্ধ করে দেয়।

বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়া পল্টনের কার্যালয়ে আসেন। সে সময় পুলিশ কার্যালয়ের সামনে দাঁড়িয়েছিলো। বিএনপি মহাসচিব পুলিশকে গেইটের কাছ থেকে একটু দূরে থাকার জন্য অনুরোধ জানান। পরে অবশ্য পুলিশ দূরে সরে যায়। প্রায় দেড় ঘন্টা অবস্থান নিয়ে মির্জা ফখরুল কার্যালয় থেকে চলে যান।

নির্বাচন প্রত্যাখ্যান করে হরতালের ডাক বিএনপির

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন প্রত্যাখ্যান করে রোববার রাজধানীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।

শনিবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

বিএনপি মহাসচিব বলেন, আমরা এই নির্বাচনকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। এর প্রতিবাদে রোববার সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।

হরতাল আহ্বান করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘আমরা আশা করব, ঢাকাবাসী তাদের অধিকার রক্ষার জন্য এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য সহযোগিতা করবে।’

মির্জা ফখরুল বলেন, উত্তর ও দক্ষিণের ফলাফলে সরকারি মদদ স্পষ্ট। আমাদের আশঙ্কা সত্য প্রমাণিত হয়েছে। এই নির্বাচনেও সরকার আগের নির্বাচনের মতোই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে। নির্বাচন কমিশনকে ব্যবহার করে তাদের মতো করে দখল করেছে। এই সরকার সচেতনভাবে গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করেছে। তারা একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে চায়। জবরদস্তি করে নির্বাচন করে এবং জনগণের রায়কে পদদলিত করে, দলীয়করণ করে, নির্বাচনকে প্রভাবিত করে ভোট লুট করা হয়েছে। আমরা এর প্রতিবাদ করছি।

সিটি করপোরেশন নির্বাচন লোক দেখানো: মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচন লোক দেখানো। হইচই হবে, মিছিল হবে, সবাই স্লোগান দেবে। তবে নির্বাচনের দুই দিন আগে সব ঠান্ডা হয়ে যাবে। এর মধ্যে বিএনপির একজন কাউন্সিলর প্রার্থীকে ধরে নিয়ে গেছে। একদিকে গ্রেপ্তার চলছে, ভয়-ভীতি-আতঙ্ক চলছে, অন্যদিকে নির্বাচনী প্রচারণা চলছে। এগুলো লোক দেখানো। এই নির্বাচন গণতন্ত্রের প্রহসন ছাড়া অন্য কিছুই নয়।

শুক্রবার তাঁতীদলের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব বলেন।

প্রহসনের নির্বাচনের পরও কেন বিএনপি অংশ নিচ্ছে- এর ব্যাখ্যায় ব্যারিস্টার মওদুদ বলেন, বিএনপি জনগণের সমর্থিত রাজনৈতিক দল। যদি এই সিটি নির্বাচনে দেশের মানুষ ভোট দিতে পারে তাহলে ধানের শীষের প্রার্থীরা বিপুল ভোটে আওয়ামী লীগের প্রার্থীদের পরাজিত করবে। কিন্তু সরকার সেটা করতে দেবে না। রাজনৈতিক সরকারের অধীনে যে নির্বাচন সুষ্ঠু হতে পারে না সেটাই আবার প্রমাণিত হবে।

খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে সাবেক এই আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগের ওপরে সরকারের রাজনৈতিক প্রভাব যে কত বেড়েছে তার সবচেয়ে বড় প্রমাণ হলো খালেদা জিয়ার জামিন শুনানি।

আলোচনা সভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, বাংলাদেশের মানুষ এখন এক বাক্যে এই সরকারকে প্রত্যাখ্যান করেছে। মানুষ চায়- বিরোধী দল আন্দোলন করুক সরকার পতনের জন্য।

তিনি বলেন, রাজনৈতিক আন্দোলন শিল্পের মতো। সবাইকে বুঝতে হবে- কখন কোথায় কীভাবে আন্দোলন শুরু করতে হবে। যারা আন্দোলন গড়ে তুলবেন, তাদের সামগ্রিক বিষয়টা বুঝতে হবে। তা না হলে হবে না।

আয়োজক সংগঠনের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, ওলামা দলের আহ্বায়ক শাহ নেছারুল হক প্রমুখ বক্তব্য দেন।