খালি হাতে ফিরছেন বাবর

খালি হাতে ফিরছেন বাবর

বড় আশা করে নিউজিল্যান্ড সফরে গিয়েছিলেন বাবর আজম। প্রথমবারের মতো তিন ফরম্যাটে পাকিস্তানের অধিনায়কত্ব করবেন। দলকে এনে দেবেন বড় সাফল্য। কিন্তু সে আশায় গুড়েবালি। ইনজুরি পিছু না ছাড়ায় কোনো ম্যাচ না খেলেই খালি হাতে তাসমান পাড় থেকে ফিরতে হচ্ছে এই ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যানকে।

টি-টোয়েন্টি সিরিজ শুরুর হওয়ার আগের ঘটনা। নেটে অনুশীলনের সময় ডান হাতের বুড়ো আঙুলে চোট পান বাবর। এজন্য ছোট ওভারের কোনো ম্যাচেই খেলতে পারেননি। সুস্থ না হওয়ায় প্রথম টেস্টের দলেও অনুপস্থিত থাকেন। আগামীকাল ক্রাইস্টচার্চে শুরু হবে দ্বিতীয় এবং শেষ টেস্ট। তার আগে জানা গেল, এই ম্যাচেও তাকে পাচ্ছেনা পাকিস্তান। তাই যথারীতি নেতৃত্বভার সামলাবেন পিসিবি কর্তৃক নির্বাচিত ২০২০ সালের লাল বলের সেরা ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান।

পূর্ণাঙ্গ সুস্থ না হওয়ায় বাবরকে নিয়ে ঝুঁকি নিতে চাইছেনা পাকিস্তান। এমনটাই জানালেন পিসিবির চিকিৎসক সোহেল সেলিম, ‘বাবর আজমের ইনজুরি বর্তমানে উন্নতির পথেই আছে। তবে সে এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। ও আমাদের দলের অধিনায়ক এবং সেরা ব্যাটসম্যান। তাই কোনো রকম ঝুঁকি নিতে চাচ্ছি না। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন হোম সিরিজে তাকে পেতে আশাবাদী আমরা।’

pakistan logo 1পিসিবি লোগো

বাবরের অনুপস্থিতিতে পাকিস্তানের অবস্থাও ভালো না। টানা দুই টি-টোয়েন্টি হারার পর শেষ ম্যাচ জিতে কোনোমতে হোয়াইটওয়াশের লজ্জা এড়ায় তারা। মাউন্ট ম্যাঙ্গানুই টেস্টে লড়াই করলেও শেষ পর্যন্ত সঙ্গী হয় ১০১ রানের পরাজয়। এবার তাই ক্রাইস্টচার্চে চোখ থাকবে রিজওয়ান, ফাওয়াদ আলমদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *