আপনাদের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না: মোদি

আপনাদের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না: মোদি

নাগরিকত্ব (সংশোধনী) বিল নিয়ে আসামবাসীকে আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি বলেছেন, ‘আপনাদের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না।’

বৃহস্পতিবার সকালে টুইটারে একথা লেখেন মোদি। খবর এনডিটিভির।

সোমবার লোকসভায় এই বিল পাসের পর থেকেই আসাম ও ত্রিপুরায় বিক্ষোভ চলছে। এই বিক্ষোভের মধ্যেই বুধবার রাজ্যসভাতেও পাস হয় নাগরিকত্ব সংশোধনী বিল।

সংসদের উচ্চকক্ষে ওই বিলের পক্ষে ভোট পড়ে ১২৫টি  এবং বিপক্ষে ভোট পড়ে ৯৯টি।

প্রধানমন্ত্রী মোদি টুইট করেন, ‘কেন্দ্রীয় সরকার এবং আমি সংবিধান অনুসারে আসামবাসীর রাজনৈতিক, ভাষাগত, সাংস্কৃতিক এবং ভূমি সংক্রান্ত অধিকারগুলোকে ৬ নম্বর ক্লজ অনুযায়ী রক্ষা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’

আসামে পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী।

ভারতীয় সেনাবাহিনীর জনসংযোগ আধিকারিক লেফটেন্যান্ট কর্নেল পি খোঙ্গসাই জানিয়েছেন, গৌহাটি শহরে সেনা মোতায়েন করা হয়েছে এবং তারা এলাকায় টহল দিচ্ছে।

এছাড়া তিনসুকিয়া, ডিব্রুগড় ও জোড়হাট জেলাতেও সেনা মোতায়েন করা হয়েছে।

গৌহাটিতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে এবং রাজ্যের ১০টি জেলায় মোবাইল ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।

তবে কারফিউ উপেক্ষা করে বৃহস্পতিবার সকালেও আসামের জনগণ প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *