করোনা: সংকটে পড়া পরিবারগুলোকে অর্থিক সহায়তা দিচ্ছে পাকিস্তান সরকার

করোনা: সংকটে পড়া পরিবারগুলোকে অর্থিক সহায়তা দিচ্ছে পাকিস্তান সরকার

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে সংকটে পড়া পরিবারগুলোকে অর্থিক সহায়তা দিচ্ছে পাকিস্তান সরকার।

এহসাস ইমারজেন্সি ক্যাশ প্রোগ্রামের আওতায় এরই মধ্যে সরকারের পক্ষ থেকে এই সহায়তা দেওয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সানিয়া নিশতার।

এক টুইট বার্তায় নিশতার জানান, করোনার সংকট মোকাবিলায় ক্যাশ পোগ্রামের জন্য দেশজুড়ে ১৭ হজার পেমেন্ট পয়েন্ট গড়ে তোলা হয়েছে। ভুক্তভোগী পরিবারগুলোকে ১২ হাজার রুপি করে নগদ অর্থ সহায়তা দেওয়া হচ্ছে।

তিনি জানান, এই পদক্ষেপের মাধ্যমে হাত ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং সামাজিক দূরত্ব নিয়ন্ত্রণসহ করোনা পরিস্থিতিতে নানা সংকট মোকাবিলার বিষয় অন্তর্ভুক্ত থাকছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সহায়তা প্রত্যাশীদের এই সেবা নিতে সরকারের দেওয়া একটি নম্বরে জাতীয় পরিচয়পত্রের নম্বে ম্যাসেজ পাঠাতে হবে। সার্বিক বিষয়ে জানতে ফোন করার জন্যও একটি নম্বর দেওয়া হয়েছে।

সম্প্রতি এক প্রশ্নের জবাবে ড. নিশাত বলেন, গড়ে একেকটি পরিবারে সাতজন সদস্য ধরলে অন্তত আট কোটি মানুষকে সহায়তা দেয়া হবে। যদি দেখা যায়, প্রকৃত বিপদগ্রস্ত পরিবারের সংখ্যা ১ কোটি ২০ লাখের বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে বরাদ্দ বাড়ানোর জন্য মন্ত্রিসভায় আবারও প্রস্তাব তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *