করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে টানা লকডাউনে রয়েছে ভারত। তবে এবার এই ব্যবস্থা কিছুটা শিথিল করা হয়েছে। সরকারের নির্দেশনা মেনে খোলা যাচ্ছে কিছু দোকানপাট।
শনিবার থেকে এই নির্দেশনা কার্যকর হয়েছে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।
এক মাসের বেশি সময় ধরে দেশটিতে লকডাউন চলছে; যা আগামী ৩ মে শেষ হওয়ার কথা রয়েছে । এই সময়ের মধ্য সবাইকে ঘরে থাকতে নির্দেশ দিয়েছে সরকার।
লকডাউন কিছুটা শিথিল করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক নির্দেশিকায় বলেছে, রাজ্যগুলোর পুরসভা এলাকার বাইরে বসতিপূর্ণ এলাকা ও বাজার এলাকায় এখন থেকে দোকানপাট খোলা যাবে। শপস অ্যান্ড এস্ট্যাবলিশমেন্ট আইনের আওতায় যেসব দোকান নথিভুক্ত আছে, তারা শনিবার থেকে ব্যবসা চালু করতে পারবে।
তবে দোকান খুলতে হবে করোনা সংক্রান্ত কেন্দ্রের গাইডলাইন মেনে। নতুন নির্দেশিকার ফলে পুরসভা এলাকার বাইরে বাজার, বা আবাসনের আশেপাশে সব ধরণের দোকান খোলার অনুমতি পেয়েছেন ব্যবসায়ীরা। তবে, শপিং মল বা সুপার মার্কেটগুলি এখনও বন্ধ থাকছে। ফলে, মল বা মার্কেট কমপ্লেক্সে থাকা দোকানগুলো এখনই খোলা যাবে না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দোকান খোলা গেলেও বাধ্যতামূলকভাবে সামাজিক দূরত্ব বজায় রাখতেই হবে। একইসঙ্গে মাস্ক পরতে হবে আবশ্যিকভাবে। তবে হটস্পট ও সংক্রামক এলাকায় কোনও ছাড় দেওয়া হয়নি। অর্থাৎ সেই এলাকাগুলিতে কোনও দোকান খোলা যাবে না বলে জানিয়েছে সরকার।
কর্তৃপক্ষের নির্দেশনা অনযায়ী, আবাসিক অঞ্চল এবং আশেপাশের বাজারগুলির সমস্ত দোকান খোলা থাকবে। ‘শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্ট’-এ নথিভুক্ত সমস্ত দোকান এবং বাজার খুলতে পারে। শহরাঞ্চলে, কেবল স্ট্যান্ড স্টোন শপ এবং আবাসিক দোকান খোলা যাবে। সেলুন আবার খুলতে পারে, তবে শপিং কমপ্লেক্সের মধ্যে ওই দোকানগুলো থাকলে তা খোলা যাবে না।
আবাসিক অঞ্চলে ছোটছোট টেলারিং শপ বা সেলাই-ফোঁড়াইয়ের দোকান খোলা যাবে। সমস্ত দোকান ও বাজারে আগে যে পরিমাণ লোক কাজ করতো এখন তার থেকে অর্ধেক অর্থাৎ ৫০ শতাংশ শ্রমিক নিয়ে কাজ চালাতে হবে। ই-কর্মাস সংস্থাগুলি শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্যের ডেলিভারি দিতে পারবে। পুর নিগম এবং পুরসভা অঞ্চলের বাইরে কিছু কিছু শপিং কমপ্লেক্স খোলা যাবে।
লকডাউনের মধ্যে বন্ধ থাকবে যেসব দোকান সেগুলো হলো- মল ও সিনেমা হল। মুম্বইয়ের বিকেসি বা দিল্লির খান মার্কেট এবং নেহরু প্লেসের মতো কমপ্লেক্সে থাকা দোকানগুলি।পুর নিগম ও পুরসভা এলাকার বাইরে থাকা মাল্টি-ব্র্যান্ড এবং সিঙ্গল-ব্র্যান্ডের মলগুলির দোকান। শপিং কমপ্লেক্স, মার্কেট কমপ্লেক্সে থাকা দোকানগুলো, মাল্টি ব্র্যান্ড এবং সিঙ্গেল ব্র্যান্ডের মল। জিম, স্পোর্টস কমপ্লেক্স, সুইমিং পুল, থিয়েটার, বার এবং অডিটোরিয়াম। মদের দোকান। মলে থাকা বুটিকগুলো।