নিস শহরের একটি গির্জায় দুই নারীসহ তিনজনকে ছুরিকাঘাতে হত্যা করা ব্যক্তি কয়েকদিন আগে তিউনিসিয়া থেকে ফ্রান্সে এসেছিলেন।
ফ্রান্সের এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওই কর্মকর্তা জানিয়েছেন, অভিযুক্ত ২১ বছর বয়সী ওই ব্যক্তির কাছ থেকে ইতালির রেডক্রসের কাগজ উদ্ধার করা হয়েছে। গত মাসে এক অভিবাসীবাহী নৌকায় ইতালির ল্যাম্পেডুসা দ্বীপে আসার পরে ওই কাগজটি তাকে দেওয়া হয়েছিল।
পুলিশ তাকে গুলি করায় তিনি গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ফ্রান্সের নিস শহরের নটরডেম গির্জায় বৃহস্পতিবার হামলা চালিয়ে তিনজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই ঘটনাকে ‘ইসলামপন্থী সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছেন।
তিনি জানান, গির্জা এবং স্কুলের মতো জনসমাগম স্থানগুলোতে সুরক্ষার জন্য সৈন্য সংখ্যা তিন হাজার থেকে বাড়িয়ে সাত হাজার করা হবে। দেশটিতে সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে।
বৃহস্পতিবারে ছুরিকাঘাতের ঘটনার পর পুলিশ হামলাকারীকে গুলি করে। সে সময় হামলাকারী ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ফ্রান্সের সন্ত্রাসবিরোধী প্রসিকিউটররা এ বিষয়ে তদন্ত শুরু করেছেন।
পুলিশ সূত্র বলছে, হামলাকারীর নাম ব্রাহিম আউইসাউই। তার কাছ থেকে একটি কোরআন, দুটি টেলিফোন এবং একটি ১২ ইঞ্চি ছুরি পাওয়া গেছে বলে জানিয়েছেন দেশটির প্রধান সন্ত্রাসবিরোধী প্রসিকিউটর জ্যঁ-ফ্রাসোয়া রিকার্ড।
তিনি বলেন, ‘আমরা হামলাকারীর একটি ব্যাগও পেয়েছি। এই ব্যাগের পাশে দুটি ছুরি ছিল, যা আক্রমণে ব্যবহৃত হয়নি।’