দাবি আদায়ে সিপিবির ১৫০০ কি.মি পদযাত্রা

দাবি আদায়ে সিপিবির ১৫০০ কি.মি পদযাত্রা

দেশের ৬০টি জেলায় এক হাজার ৫০০ কিলোমিটারের বেশি পথে পদযাত্রা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

ব্যবস্থা বদলাও, দুঃশাসন হঠাও এবং বিকল্প ব্যবস্থা গড়ার ১৭ দফা দাবিতে নভেম্বরে শুরু হওয়া এই কর্মসূচি ডিসেম্বরেও অব্যাহত থাকবে বলে দলটি  বুধবার জানিয়েছে।

সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে দলের সব জেলা ও উপজেলা কমিটিকে গণতন্ত্র-ভোটের অধিকার প্রতিষ্ঠা করে দেশ ও শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের জান বাঁচানোর দাবিতে পদযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *