ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র হামলা

ইরাকে ফের মার্কিন সেনাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। পাল্টাপাল্টি হামলা–হুমকিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলা উত্তেজনার মধ্যে ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে একটি ইরাকি বিমানঘাঁটিতে রোববার নতুন করে ওই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

এ হামলায় কোনো মার্কিন সেনা হতাহত না হলেও আহত হয়েছেন ইরাকি চার কর্মকর্তা।

তাৎক্ষণিকভাবে এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে এক ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় এর বিচার চেয়েছে ওয়াশিংটন। খবর আল জাজিরার

এর আগে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ইরানের শীর্ষ কমান্ডার কাসেম সোলাইমানি নিহতের পর ‘চরম প্রতিশোধ’ নিতে মঙ্গলবার রাতে ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে দুটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

এর পাল্টা প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক অবরোধ আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। এ হুঁশিয়ারির মধ্যেই ইরাকে ফের মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলা হলো।

ইরাকি কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা আইএনএ বলেছে, রোববার বাগদাদ থেকে ৮০ কিলোমিটার দূরে আল–বালাদ বিমানঘাঁটিতে ছোট ধরনের ৮টি কাতিউশা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এর কয়েকটি আঘাত হেনেছে বিমানঘাঁটির একটি রেস্তোরাঁয়। অন্যগুলো আঘাত হানে উড়োজাহাজের রানওয়ে ও বিমানঘাঁটির ফটকে। হামলায় ইরাকের দুই কর্মকর্তা ও দুই পাইলট আহত হয়েছেন।

ফের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও টুইটারে বলেন, ইরাকি বিমানঘাঁটিতে আবার হামলার খবরে আমরা ক্ষুব্ধ। ইরাকি সরকারের অনুগত নয়, এমন গোষ্ঠীগুলোর পক্ষ থেকে অব্যাহতভাবে ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনা শেষ হওয়া উচিত। এই ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে ইরাকের সরকারের প্রতি আহ্বান জানাই।’

আসামে কারফিউ শিথিল, ইন্টারনেট এখনও বন্ধ

ভারতের আসাম রাজ্যে কারফিউ শিথিল করা হয়েছে। রাজধানী গুয়াহাটিতে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিথিল করা হয়েছে কারফিউ। তবে নিরাপত্তার কারণে ইন্টারনেট ও ব্রডব্যান্ড পরিষেবা এখনও বন্ধ রাখা হয়েছে।

শুক্রবার অল অসম স্টুডেন্টস ইউনিয়ন (আসু) শান্তিপূর্ণ আন্দোলনের আবেদন জানায়। আসুর উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্য বিক্ষোভকারীদের সংযত হওয়ার আহ্বান জানান। ফলে সেখানে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। খবর আনন্দবাজার পত্রিকার।

নাগরিকত্ব আইনের প্রতিবাদে গত কয়েকদিন ধরে আসাম, ত্রিপুরাসহ উত্তরপূর্বের রাজ্যগুলোতে বিক্ষোভ চলছে। আসামের রাজধানী গুয়াহাটিতে হাজারও মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করে। রাজধানীর বিভিন্ন জায়গায় ভাঙচুর, যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া মতো ঘটনাও ঘটে।

পরিস্থিতি সামাল দিতে আধাসামরিক বাহিনী নামানো হয়। বৃহস্পতিবার পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই বিক্ষোভকারীর মৃত্যু হয়। কারফিউ জারি করা হয় গুয়াহাটিতে। কিন্তু তা উপেক্ষা করেই চলে আন্দোলন। তবে রাজ্য প্রশাসন জানিয়েছে, শুক্রবার রাত থেকে রাজ্যে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।

আসাম পুলিশের ডিজি ভাস্করজ্যোতি মহন্ত শুক্রবার রাতে জানান, পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। নতুন করে যাতে সহিংসতা ছড়িয়ে না পড়ে সেজন্য কড়া নজরদারি চালানো হচ্ছে রাজ্যজুড়ে।

তার দাবি, মানুষের উপর জোর করে কোনো বিধিনিষেধ আরোপ করছে না পুলিশ। সাধারণ মানুষ যাতে বাইরে বেরিয়ে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতে পারে, সে কারণে লাগাম অনেকটাই আলগা করা হয়েছে। তবে সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেই ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক করা হবে বলে জানিয়েছেন মহন্ত।

আসাম ছাড়াও ত্রিপুরা, মেঘালয়েও নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলন ছড়িয়ে প়ড়েছে। বাদ যায়নি পশ্চিমবঙ্গও। মেঘালয়ের রাজধানী শিলংয়েও পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় শুক্রবারেও। দিল্লিতেও জামিয়া-মিলিয়া ইসলামিয়া বিশ্বিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পশ্চিমবঙ্গের উলুবেড়িয়া, বেলডাঙাতেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। রেল ও সড়ক অবরোধ করা হয়। ভাঙচুর চালানো এবং আগুন ধরিয়ে দেওয়া মতো ঘটনাও ঘটেছে।

আপনাদের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না: মোদি

নাগরিকত্ব (সংশোধনী) বিল নিয়ে আসামবাসীকে আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি বলেছেন, ‘আপনাদের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না।’

বৃহস্পতিবার সকালে টুইটারে একথা লেখেন মোদি। খবর এনডিটিভির।

সোমবার লোকসভায় এই বিল পাসের পর থেকেই আসাম ও ত্রিপুরায় বিক্ষোভ চলছে। এই বিক্ষোভের মধ্যেই বুধবার রাজ্যসভাতেও পাস হয় নাগরিকত্ব সংশোধনী বিল।

সংসদের উচ্চকক্ষে ওই বিলের পক্ষে ভোট পড়ে ১২৫টি  এবং বিপক্ষে ভোট পড়ে ৯৯টি।

প্রধানমন্ত্রী মোদি টুইট করেন, ‘কেন্দ্রীয় সরকার এবং আমি সংবিধান অনুসারে আসামবাসীর রাজনৈতিক, ভাষাগত, সাংস্কৃতিক এবং ভূমি সংক্রান্ত অধিকারগুলোকে ৬ নম্বর ক্লজ অনুযায়ী রক্ষা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’

আসামে পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী।

ভারতীয় সেনাবাহিনীর জনসংযোগ আধিকারিক লেফটেন্যান্ট কর্নেল পি খোঙ্গসাই জানিয়েছেন, গৌহাটি শহরে সেনা মোতায়েন করা হয়েছে এবং তারা এলাকায় টহল দিচ্ছে।

এছাড়া তিনসুকিয়া, ডিব্রুগড় ও জোড়হাট জেলাতেও সেনা মোতায়েন করা হয়েছে।

গৌহাটিতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে এবং রাজ্যের ১০টি জেলায় মোবাইল ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।

তবে কারফিউ উপেক্ষা করে বৃহস্পতিবার সকালেও আসামের জনগণ প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছেন।

হ্যাক হয়েছিল প্রিয়াঙ্কার ফোনও!

ভারতের বিরোধী দল কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর ফোন হ্যাক হয়েছিল বলে অভিযোগ উঠেছে। এই হ্যাকিংয়ের জন্য দলটি আঙুল তুলেছে দেশটির সরকারের দিকে। রোববার এনডিটিভির প্রতিবেদনে এ তখ্য জানানো হয়। হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্পাইওয়্যার ছড়িয়ে ভারতের বেশ কয়েকজন সাংবাদিক ও মানবাধিকার কর্মীর ফোন হ্যাক করার খবরের মধ্যেই প্রিয়াঙ্কার ফোন হ্যাক হওয়ার খবর এলো।

শনিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ফোন হ্যাক হয়েছে বলে দাবি করেন। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী প্রফুল প্যাটেলের ফোন হ্যাক হওয়ার কথা জানিয়েছে কংগ্রেস।

কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা রনদ্বীপ সুরযেওয়ালা রোববার সাংবাদিকদের জানান, যাদের ফোন হ্যাক হয়েছে তাদের সবার কাছেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ পাঠানো হয়। যার মাধ্যমে স্পাইওয়্যার ছড়িয়ে দেওয়া হয়। একই রকম একটি মেসেজ পাঠানো হয় প্রিয়াঙ্কাকেও। তবে প্রিয়াঙ্কার টিমের পক্ষ থেকে বলা হয়েছে, ওই মেসেজ পাওয়ার পরপরই ডিলেট করে দেন কংগ্রেস নেত্রী। পরে সুরযেওয়ালার হোয়াটসঅ্যাপ থেকে একই রকম একটি মেসেজ প্রিয়াঙ্কার হোয়াটসঅ্যাপে পাঠানো হলে তার ফোনটি হ্যাক হয় বলে ধারণা করা হচ্ছে। সূত্র জানিয়েছে, সে রকম একটি মেসেজ প্রিয়াঙ্কা পেয়েছিলেন।

ফেসবুকের একটি প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপ। গত সপ্তাহে ফেসবুকের পক্ষ থেকে অভিযোগ করা হয়, এনএসও নামে ইসরায়েলের সাইবার নিরাপত্তা কোম্পানি হোয়াটসঅ্যাপের সারভার ব্যবহার করে অনেকের ফোনেই আড়িপাতার চেষ্টা করেছিল। ২০টি দেশের এক হাজার ৪০০ ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে স্পাইওয়্যার ছড়িয়ে দেয় প্রতিষ্ঠানটি।

স্পাইওয়্যার এক ধরনের সফটওয়্যার বা প্রযুক্তি যা ব্যবহারকারীর অজান্তে তার মোবাইল বা কম্পিউটারে ঢুকিয়ে দেওয়া হয়। এর ফলে ওই ব্যবহারকারীর সব পাসওয়ার্ড, ফোন নম্বরের তালিকা, ছবিসহ যাবতীয় তথ্য পেয়ে যায় আড়িপাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান। ইসরায়েলের ওই প্রতিষ্ঠানটি ভারতীয় সাংবাদিক ও মানবাধিকার কর্মীসহ কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে স্পাইওয়্যার ছড়িয়ে তাদের টার্গেট করেছিল। এই এনএসও গ্রুপের বিরুদ্ধে গত বুধবার মামলা করেছে হোয়াটসঅ্যাপ। গত এপ্রিল ও মে মাসে ইসরায়েলের প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ করা হয়েছে।

প্রিয়াঙ্কার ফোন হ্যাক হওয়ার খবরে ক্ষোভ প্রকাশ করেছে কংগ্রেসের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এর জবাবদিহি করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। কংগ্রেস নেতা সুরযেওয়ালা বলেন, ফোন হ্যাক করার এসব তৎপরতার সব খবর বিজেপি সরকারের কাছে ছিল।

কংগ্রেসের পক্ষ থেকে আরও বলা হয়েছে, গত মে মাসে হোয়াটসঅ্যাপ ফোন হ্যাকিংয়ের বিষয়ে তারা সরকারকে সতর্ক করেছিল। কিন্তু সরকার কোনো পদক্ষেপ নেয়নি।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, গত সেপ্টেম্বরেও হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ভারত সরকারকে স্পাইওয়্যারের মাধ্যমে ফোন হ্যাকিংয়ের বিষয়ে সতর্ক করেছিল। বলা হয়েছিল, ইসরায়েলের প্রতিষ্ঠানটি ১২১ ভারতীয় নাগরিককে তাদের লক্ষ্যবস্তু বানিয়েছে। তবে ভারতের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, সে সময় তারা যে তথ্য হোয়াটসঅ্যাপের কাছ থেকে পেয়েছিল তা পর্যাপ্ত ছিল না।

সুরযেওয়ালার অভিযোগ, তার দেশের সরকার ইসরায়েলের প্রতিষ্ঠানটিকে নাগরিকদের ওপর নজরদারি চালানোর সুযোগ করে দিয়েছে। তবে বিজেপি এ অভিযোগ অস্বীকার করেছে।

চিলির পোশাক কারখানায় আগুনে নিহত ৫

চিলির রাজধানী সান্তিয়াগোতে সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে একটি পোশাক কারখানায় লুটেরাদের লাগানো আগুনে পুড়ে পাঁচ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার এ ঘটনা ঘটে। বিবিসির খবরে বলা হয়, মেট্রোরেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার স্থানীয় স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেট্রোস্টেশন ভাংচুর ও পুলিশের গাড়িতে আগুন দেয়। পুলিশও পাল্টা লাঠি চার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এতে কার্যত অচল হয়ে পড়ে শহরটি। এরপর দেশটির সরকার জরুরি অবস্থা ঘোষণা করে।

শনিবার রক্তক্ষয়ী সংঘর্ষের পর বিক্ষোভকারীদের প্রতিবাদের মুখে বর্ধিত ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করে দেয় সরকার। রোববারও প্রতিবাদকারীরা বহু বাসে আগুন ধরিয়ে দেয়, মেট্রো স্টেশন ভাংচুর করে ও দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়।

চিলির যে অঞ্চলে এই অস্থিরতা দেখা দিয়েছে সেই শহর ল্যাটিন আমেরিকার সবচেয়ে ধনবান শহর হলেও অনেক ক্ষেত্রে বৈষম্য রয়েছে। ৬০ লাখ লোকের বসবাসের ওই শহরে জীবনযাত্রার মান দিন দিন ব্যয়বহুল হয়ে উঠছে।

ব্যয়বহুল জীবনযাত্রা ও নানা বৈষম্যের কারণে সেখানকার মানুষ রোববারও বিক্ষোভ করতে থাকেন। বিক্ষোভকারীদের উপর সেনাবাহিনী এবং পুলিশ টিয়ার গ্যাস এবং জলকামান নিক্ষেপ করেন। গুরুত্বপূর্ণ শহরগুলোতে এখন পর্যন্ত কারফিউ জারি অব্যাহত রাখা হয়েছে।

বিক্ষোভ মোকাবেলায় সরকারের নেওয়া পদক্ষেপকে ‘গণতন্ত্র রক্ষার স্বার্থ’ বলে সাফাই গেয়েছেন দেশটির রাষ্ট্রপতি সেবাস্তিয়ান পিনেরা।

১৯৯০ সালের পর এই প্রথম দেশটির রাস্তায় হাজার হাজার সৈন্য ও ট্যাঙ্ক নামানো হয়েছে। কয়েক দশকের মধ্যে দেশটি সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। জাতিতে জাতিতে বিভাজনে অস্থির হয়ে উঠছে দেশটির বর্তমান পরিস্থিতি।

চিলিতে মেট্রোর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ-সহিংসতা

মেট্রোরেলের টিকিটের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে সহিংস বিক্ষোভের মুখে চিলির রাজধানী সান্তিয়াগোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীদের বেশিরভাগই স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। শুক্রবার গভীর রাত পর্যন্ত  তারা সেখানকার বেশিরভাগ পাতাল রেল স্টেশন অবরোধ করে রাখে, রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে যানবাহন না পেয়ে বিপদে পড়েন সেখানকার হাজার হাজার যাত্রী। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে সান্তিয়াগোতে জরুরি অবস্থা ঘোষণা করে সরকার।

টেলিভিশনে প্রচারিত খবরে দেখা যায়, বিক্ষোভকারীরা পাথর ছুড়ে মারছে এবং পুলিশের গাড়ি ভাংচুর করছে। এছাড় একটি বাসে আগুন দিতেও দেখা যায় তাদের। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দাঙ্গাপুলিশ বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে ও টিয়ার গ্যাস ছুড়ে মারে।

চিলির যে অঞ্চলে এই অস্থিরতা দেখা দিয়েছে সেই শহর ল্যাটিন আমেরিকার সবচেয়ে ধনবান শহর হলেও অনেক ক্ষেত্রে বৈষম্য রয়েছে। ৬০ লাখ লোকের বসবাসের ওই শহরে জীবনযাত্রার মান দিন দিন ব্যয়বহুল হয়ে উঠছে।

দেশটির রাষ্ট্রপতি সেবাস্তিয়ান পিনেরা এক সাক্ষাৎকারে বলেন, ‘সরকারি ও ব্যক্তিগত জানমালের নিরাপত্তা বজায় রাখতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মেট্রোরেলের ভাড়া বাড়ায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করেন, তাদের সঙ্গে সরকার সংলাপে বসতে চায়।’

এ মাসের শুরুতে মেট্রোরেলে পিক আওয়ারে ভ্রমণের ভাড়া এক দশমিক ১৭ ডলার (০.৯০পেসো) সমপরিমাণ বাড়ানো হয়। ভাড়া বাড়ানোর কারণ হিসেবে জ্বালানির উচ্চ মূল্য এবং ডলারের বিপরীতে পেসোর দাম কমে যাওয়ার বিষয়গুলো উল্লেখ করা হয়।

এর আগে এক রেডিওতে সেবাস্তিয়ান পিনেরা বলেন, ‘প্রতিবাদ ও বিক্ষোভ না করে এরা ভাংচুর ও সহিংসতা করছে। এটা অন্যায়।’

চিলির তেল কোম্পানি এনেল চিলে কর্তৃপক্ষ জানিয়েছে, সান্তিয়াগোর প্রাণকেন্দ্রে অবস্থিত তাদের সদর দপ্তরের বহুতল ভবনে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা, তবে সেখানে কর্মরত সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিক্ষোভের পরেও মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বর্ধিত ভাড়া কমাবে না এবং ভাংচুরের কারণে মেট্রোরেলের সব লাইন অন্তত দুই দিন বন্ধ থাকবে।

বিক্ষোভের ঘটনায় কতজনকে আটক করা হয়েছে তা এখনো জানা যায়নি।

শান্তিতে নোবেল পেলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী

শান্তিতে এ বছর নোবেল পেয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলি।

শুক্রবার নোবেলজয়ী হিসেবে তার নাম ঘোষণা করে নরওয়ের নোবেল কমিটি।

২০১৮ সালের এপ্রিলে ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করা ৪৩ বছর বয়সী আবি আহমেদ শান্তি ও আন্তর্জাতিক সহযোগিতা অর্জনে প্রচেষ্টার জন্য এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন বলে নরওয়ের নোবেল কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, বিশেষ করে প্রতিবেশী দেশ ইরিত্রিয়ার সঙ্গে দীর্ঘদিনের সীমান্ত সংঘাত নিরসনে উদ্যোগের জন্যই আবি আহমেদকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে।

আবি আহমেদ নোবেল পুরস্কারের স্বর্ণপদক, ডিপ্লোমা সার্টিফিকেট ও ৯০ লাখ সুইডিশ ক্রোনার পাবেন। আগামী ১০ ডিসেম্বর নরওয়ের অসলোতে আনুষ্ঠানিকভাবে এ বছরের নোবেলজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

সোমবার চিকিৎসা বিজ্ঞানে নোবেল পাওয়া তিনজনের নাম ঘোষণার মধ্য দিয়ে এ বছর নোবেল পুরস্কারজয়ীদের নাম ঘোষণা শুরু হয়। প্রাণিকোষ কীভাবে অক্সিজেনের উপস্থিতি বোঝে এবং এর সঙ্গে মানিয়ে নেয় সে বিষয়টি আবিষ্কারের জন্য এ বছর চিকিৎসা বিজ্ঞানেও তিনজন যৌথভাবে নোবেল পেয়েছেন। তারা হলেন– যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী উইলিয়াম কায়েলিন ও গ্রেগ সেমেনজা এবং যুক্তরাজ্যের পিটার র‌্যাটক্লিফ।

মঙ্গলবার ঘোষণা করা হয় পদার্থে এ বছর নোবেলজয়ীদের নাম। পদার্থ বিজ্ঞানেও এ বছর তিনজন নোবেল পেয়েছেন। তারা হলেন– কানাডিয়ান-আমেরিকান বিজ্ঞানী জেমস পিবলস এবং সুইস বিজ্ঞানী মিচেল মেয়র ও দিদিয়ের কুইলজ। কসমোলজি নিয়ে গবেষণার জন্য তাদের নোবেল পুরস্কারে ভূষিত করা হয়।

বুধবার রসায়নে এ বছর নোবেলজয়ী তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করা হয়। তারা হলেন– যুক্তরাষ্ট্রের জন গুডেনাফ, যুক্তরাজ্যের স্ট্যানলি হুইটিংহাম ও জাপানের আকিরা ইয়োশিনো। লিথিয়াম আয়ন ব্যাটারির উন্নয়ন ঘটিয়ে নোবেল পেয়েছেন তারা।

বৃহস্পতিবার ঘোষণা করা সাহিত্যে নোবেল বিজয়ীদের নাম। গত বছর সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান স্থগিত থাকায় গত বছরেরটিসহ এ বছর সাহিত্যে দুটি নোবেল পুরস্কার দেওয়া হয়। পোলিশ লেখক ওলগা তোকারচজুক ২০১৮ সালের জন্য এবং পোলিশ লেখক পিটার হান্দকে এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পান।

আগামী ১৪ অক্টোবর অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে এ বছরের নোবেল পুরস্কারজয়ীদের নাম ঘোষণা।

সৌদি হোটেলে একসঙ্গে থাকতে পারবে বিদেশি অবিবাহিত যুগল

সৌদি আরবে এখন থেকে বিদেশি অবিবাহিত যুগলরাও একসঙ্গে থাকার জন্য হোটেলের রুম ভাড়া করতে পারবেন।

দেশটির নতুন একটি ভিসা প্রক্রিয়ায় এই ঘোষণা দেওয়া হয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। ঘোষণা অনুযায়ী, নারীরা এখন থেকে একাও থাকতে পারবেন হোটেল রুমে।

আগে যুগলেরা বিবাহিত কিনা সেটার কাগজপত্র দেখাতে বলা হত। কিন্তু সেই নিয়ম এখন বিদেশিদের জন্য শিথিল করা হয়েছে।

সৌদি আরবের ট্যুরিজম অ্যান্ড ন্যাশনাল হেরিটেজ কমিশনের বিবৃতিতে বলা হয়েছে, ‘সৌদি নাগরিকদের হোটেলে চেক-ইনের সময় তাদের পরিবারের পরিচয়পত্র অথবা সম্পর্কের প্রমাণপত্র নিয়ে যেতে হবে। তবে এই নিয়ম বিদেশিদের জন্য প্রযোজ্য হবে না। পরিচয়পত্র দেখিয়ে সব নারী, সৌদি নারীরাসহ একা হোটেল ভাড়া নিতে পারবে এবং থাকতে পারবে।’

নতুন ভিসা নিয়মে বলা হয়েছে, বিদেশি পর্যটকদের শরীর সম্পূর্ণ ঢেকে রাখতে হবে না। কিন্তু তারা আশা করছে পর্যটকরা মার্জিত পোশাক পরবে।এছাড়া অ্যালকোহল নিষিদ্ধই থাকবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীর বুকে দীর্ঘ সময় ধরে পর্যটকদের কাছে সৌদি আরব নানা বিধিনিষেধে পূর্ণ একটি দেশ। এখন দেশটি বিদেশি পর্যটক এবং বিনিয়োগকারীদের চোখে একটা তুলনামূলক নমনীয় ইমেজ তৈরি করতে চাইছে। যুবরাজ মোহাম্মদ বিন সালমান রক্ষণশীল এই দেশে সম্প্রতি বেশ গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন এনেছেন। তার মধ্যে নারীদের গাড়ি চালাতে দেয়া এবং পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া বিদেশে ভ্রমণের অনুমতির বিষয় রয়েছে। তবে সাংবাদিক জামাল খাসোগির বহুল বিতর্কিত হত্যাকাণ্ডের ফলে এসব পরিবর্তন ধামাচাপা পড়ে যায়।

বিশ্লেষকদের মতে, ভিসা প্রক্রিয়া শিথিল করার ফলে সৌদি আরবে পর্যটক বা মানুষের ভ্রমণ বাড়তে পারে।

সরকারবিরোধী আন্দোলনের জেরে বাগদাদে কারফিউ জারি

ইরাকে চলমান সরকারবিরোধী আন্দোলনে পুলিশ সহিংসতার জেরে রাজধানী বাগদাদে কারফিউ জারি করা হয়েছে। সেই সঙ্গে দেশের বহু অঞ্চলে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

বাগদাদে মঙ্গলবার থেকে শুরু হওয়া এ আন্দোলনে একজন পুলিশ কর্মকর্তাসহ এ পর্যন্ত ১৩ জন নিহত এবং অনন্ত ৪০০ জন আহত হয়েছেন। খবর এএফপির

প্রথমদিকে সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে বিক্ষোভকারীরা রাজপথে নামলেও পরবর্তীতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষে বিক্ষোভ সহিংসতায় রুপ নেয়।

ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদেল মেহেদী সহিংসতা রোধে বৃহস্পতিবার বিকাল ৫ টা পর্যন্ত বাগদাদ শহরে কারফিউ জারি করেছেন। সরকারি ওই আদেশে কারফিউ চলাকালীন সময়ে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শহরে সব ধরনের যানবাহন এবং ব্যক্তিগত চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তবে এ বিবৃতিতে বাগদাদ বিমানবন্দর, অ্যাম্বুলেন্স, হাসপাতাল, বিদ্যুৎ, পানি বিভাগের কর্মী এবং ধর্মীয় তীর্থ যাত্রীদের কারফিউয়ের আওতার বাইরে রাখা হয়েছে।

সূত্র জানিয়েছে, সকালের পরে বিক্ষোভকারীরা আবারও নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছিল।ওই সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা বাগদাদের তাহরির স্কয়ার থেকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে বাতাসে কয়েক রাউণ্ড গুলি ছোড়ে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী আদেল আবদুল মেহেদী এক বছর আগে ক্ষমতা গ্রহণের পর এটাই দেশজুড়ে এটাই সবচেয়ে বড় বিক্ষোভ। তবে সেটা বিচ্ছিন্নভাবে দেশের নানা প্রান্তে হচ্ছে। সরকারি দুর্নীতি, নিম্ন মানের সেবা এবং উচ্চ হারে বেকারত্বের বিরুদ্ধে বিক্ষোভ করায় ইরাকের আরও তিন শহর নাসিরিয়া, আমারা এবং হিল্লা শহরে এরই মধ্যে কারফিউ জারি রয়েছে।

চীনে কমিউনিস্ট শাসনের ৭০ বছর পূর্তি উদযাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কমিউনিস্ট শাসনের ৭০ বছরপূর্তি উদযাপন করছে চীন। ১৯৪৯ সালের ১ অক্টোবর জাপানি ঔপনিবেশিকতা থেকে মুক্ত হয়ে মাও সে তুংয়ের নেতৃত্বে চীনে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীতে মঙ্গলবার রাজধানী বেইজিংয়ের কেন্দ্রস্থল তিয়ানআনমেন স্কয়ারে ইতিহাসের অন্যতম বৃহৎ সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে। খবর বিবিসির।

চীনের ঘরে ঘরে জাতীয় পতাকা টানানো হয়েছে। জাতীয় পতাকা শোভা পাচ্ছে শপিং মল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও।

মাও সে তুং যেখানে দাঁড়িয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেখানে দাঁড়িয়ে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, এ পর্যন্ত কোনো শক্তিই চীনা জনতা ও জাতির অগ্রযাত্রা বন্ধ করতে পারেনি।

কুচকাওয়াজ করছেন সেনারা-এএফপি

এসময় তিনি মাও সে তুংয়ের মতো স্যুট পরিহিত অবস্থায় ছিলেন। চীনের স্বাধীনতায় মাও সে তুংয়ের ভূমিকা তুলে ধরে তার ভূয়সী প্রশংসা করেন জিনপিং।

স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে সামরিক মহড়া শুরু হয়। প্রেসিডেন্ট শি জিনপিং একটি গাড়িতে দাঁড়িয়ে সামরিক কুচকাওয়াজ পরিদর্শন করেন। এসময় সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

৭০ বছর আগে চীনের কমিউনিস্ট পার্টি ক্ষমতাসীন কুয়োমিনটাং (কেএমটি) বা জাতীয় পার্টিকে পরাজিত করার পর মাও গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন।

রাজতন্ত্রের পতনের পর এই পক্ষ দুটি ১৯২০ সাল থেকে রক্তক্ষয়ী এক গৃহযুদ্ধে পরস্পরের বিরুদ্ধে লড়ছিল।

কুচকাওয়াজ পরিদর্শন করছেন প্রেসিডেন্ট শি জিনপিং

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, ইতিহাসের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজের আয়োজন এটি। সামরিক বাহিনীর ৫৯টি পৃথক বিভাগের ১৫ হাজার সদস্য এ কুচকাওয়াজে অংশ নিচ্ছে। এতে ৫৮০টি সামরিক সরঞ্জাম প্রদর্শনী করা হবে, ওড়ানো হবে ১৬০টি এয়ারক্রাফট।

কুচকাওয়াজে চীনের আট হাজার সদস্যের শক্তিশালী শান্তিরক্ষী বাহিনীর একটি দলও প্রথমবারের মতো অংশ নেবে।

এতে সড়কে সহজে পরিবহনযোগ্য ডিএফ-৪১ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের অত্যাধুনিক ভার্সনটি প্রথমবারে মতো প্রদর্শন করা হবে। এ মারণাস্ত্রটি বিশ্বের যে কোনো জায়গায় আঘাত হানতে এবং একই সময়ে ১০টি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুকে আক্রমণে সক্ষম।

প্রদর্শনীতে রাশিয়ার অ্যাভানগার্দ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনার মতো হাইপারসনিক গ্লাইড ভেহিকল বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনা ডিএফ-১৭রও দেখা মিলবে। জাহাজ ও বিমানবিধ্বংসী নতুন নতুন ক্ষেপণাস্ত্র ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি থাকবে দূরপাল্লার একাধিক রকেট লঞ্চারের উপস্থিতি।

কুচকাওয়াজ করছেন সেনারা-এপি

প্রদর্শনীতে থাকছে রসদ সরবরাহ বিমান ওয়াই-২০, স্টিলথ জঙ্গিবিমান জে-২০সহ উড়ন্ত অবস্থায় জ্বালানি ভরা ও বিমান থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিবহনে সক্ষম বোমারু বিমান এইচ৬-এনের সর্বশেষ ভার্সন।

গত এক দশকে দেশটি প্রতি বছরেই তাদের সামরিক বাজেট ১০ শতাংশ বাড়িয়েছে। এ বছর তাদের সামরিক বাজেট দাঁড়িয়েছে ১৬৮ দশমিক ২ বিলিয়ন ডলারে, যা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে চীন যে অনেক বড় বড় ধাপ ফেলছে, তার একটি প্রমাণ পাওয়া যায় দেশটির সম্প্রতি প্রকাশিত এক শ্বেতপত্রে। তাতে বলা হয়েছে, ২০১৮ সালে বেইজিং শুধু সমরাস্ত্রের পরীক্ষা-নিরীক্ষা, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়নেই ৫৬ দশমিক ১ বিলিয়ন ডলার ব্যয় করেছে।

বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) হিসাব অনুযায়ী, গত বছর চীনের মোট অর্থনীতির আকার ছিল ১৫ ট্রিলিয়ন ডলার। পশ্চিমের অনেক সমৃদ্ধ অর্থনীতির দেশও যখন বেকারত্ব সংকট কাটিয়ে উঠতে পারছে না, তখন চীনের বেকারত্বের হার ৪ দশদিক ৪ শতাংশ। ২০১৭ সালে ২ দশমিক ২৬ ট্রিলিয়ন ডলারের পণ্য রফতানি করেছিল চীন। বিপরীতে একই বছর দেশটি আমদানি করে ১ দশমিক ৮৪ ট্রিলিয়ন ডলারের পণ্য। অর্থাৎ আমদানির চেয়ে রফতানি বেশি করে চীন। চীনা পণ্যের সবচেয়ে বড় আমদানিকারক দেশ যুক্তরাষ্ট্র।