ধোনিকে মানতে পারছেন না আকাশ

ধোনিকে মানতে পারছেন না আকাশ

কয়েকদিন আগে গত এক দশকের সেরা টি-টোয়েন্টি দল ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। যেখানে অধিনায়ক করা হয় মহেন্দ্র সিং ধোনিকে। নেতৃত্ব তো অনেক দূরের কথা, এই দলে মাহি কীভাবে জায়গা পান সেটাই বুঝতে পারছেন না ভারতের সাবেক ক্রিকেটার ও বর্তমান জনপ্রিয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া।

আকাশের মতে, এই সময়কালে ধোনি তেমন ভালো কিছু করে দেখাতে পারেনি। তাছাড়া ভারতও কোনো শিরোপা ঘরে তোলেনি। তাই কয়েকমাস আগে অবসরে যাওয়া উইকেটকিপার ব্যাটসম্যান কীভাবে সেরা টি-টোয়েন্টি দলে থাকে সেটাই প্রশ্ন সাবেক ক্রিকেটারের। তিনি বলছেন, এই দলে ইংল্যান্ডের জস বাটলারের জায়গা পাওয়া উচিৎ ছিলো।

গণমাধ্যমকে আকাশ বলেন, ‘বিষয়টার সাথে আমি একমত হতে পারলাম না। কারণ টি-টোয়েন্টিতে গত এক দশকে ভারত কোনো শিরোপা জেতেনি। এছাড়া ধোনিও বলার মতো পারফর্ম করতে পারেননি। তবে এই দলে জস বাটলার থাকতে পারতো।

akash chopraআকাশ চোপড়া

আইসিসি ঘোষিত গত এক দশকের সেরা টি-টোয়েন্টি দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রোহিত শর্মা, ক্রিস গেইল, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, গ্ল্যান ম্যাক্সওয়েল, কাইরন পোলার্ড, রশিদ খান, জাসপ্রিত বুমরাহ এবং লাসিথ মালিঙ্গা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *