মিয়ানমারে ১০০ রোহিঙ্গা গ্রেপ্তার

মিয়ানমারে ১০০ রোহিঙ্গা গ্রেপ্তার

মিয়ানমারের পুলিশ ১০০ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে। বুধবার দেশটির বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ এবং স্থানীয় সংবাদ মাধ্যমগুলো একথা জানিয়েছে। খবর রয়টার্সের।

স্থানীয় টুমরো নিউজ জার্নাল নামের একটি পত্রিকায় প্রকাশিত ছবিতে দেখা যায়, খালি পায়ের কিছু পুরুষ এবং মাথায় রঙিন স্কার্ফ পরা কিছু লোক আদালত প্রাঙ্গনে মাটিতে বসে আছে।

মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর লোকদের বারবার গ্রেপ্তার করা হয়। এদের দেশটির নাগরিকত্ব দেয়া হয় না। এমনকী তাদের রোহিঙ্গা বলেও স্বীকার করে না দেশটির কর্তৃপক্ষ। নিজেদের রাজ্য রাখাইন থেকে পালিয়ে যেতে পারে, এ সন্দেহে সারাক্ষণ নজর রাখা হয় তাদের ওপর।

টিন মং লুইন নামর একজন পুলিশ বলেছেন, শহরের শোয়ে পিই থার এলাকা থেকে এদের আটক করা হয়। এর বেশি কিছু অবশ্য জানাননি ওই পুলিশ।

তিনি আরও বলেন, এখনো তদন্ত চলছে। ৯৮/৯৯ জনকে আটক করে আনা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ থাকতে পারে, এ সতর্কতায় তাদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *